|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
	
  বাসটা সবাইকে নিয়ে গাবতলি শ্যামলী স্টপ থেকে বের হয়ে যেতেই ,টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়েই দুটো ফোন করলাম ।   পিছনের গেট দিয়ে চুপচাপ আমার বাসায় আসতে বলে দেই সিন্থিকে। ওকে যদিওবা বলি, বাসার সবাই ট্যুরে গেছে।
আর বলেছি ভাল করে ঘুমিয়ে আসতে,,, আজ রাতে ওকে আমি ঘুমোতে দিব না পাক্কা!!  
আমি সেদিন ভার্সিটি কামাই দিয়ে সারাটা দিন গল্প করি ওর সাথে।
খালি বাসা ।আজকের দিনটা শুধুই আমাদের ♥ ।
আমি রান্নায় খুব খারাপ , একদম যাচ্ছে তাই লেভেলের!  তাই ফুডপান্ডায় আগেই অর্ডার করা খাবার, নিজের রান্না বলে সাবলিল ভাবে চাপা মেরে দিলাম।
আজ রাতে তো ওকে ঘুমোতে দিবনা!! অনেক ধকল যাবে - অনেক এনার্জি দরকার,  তাই এত ভাল মন্দের আয়োজনমালা 
ভরপেট খেলে আবার খুব ঘুম আসে আসে জানি,, 
কিন্তু আমি তো ওকে আজকে রাতে  ঘুমাতে দেবইনা!! সারা রাত জাগিয়ে রাখব  
  হি হি হি
 হি হি হি 
খাওয়া শেষে তাই দু'মগ কফি বানিয়ে মুভি দেখতে বসি আমরা। সিন্থিয়া জড়ানো কন্ঠে বলে - কফিটা খাওয়ার পর তো উলটো একটু ঘুমই আসছে :/
নিরুত্তাপ কন্ঠে বলি -  হাই ডোজ স্লিপিং পিল ।
প্রচন্ড আতঁকে উঠে সিন্থি।ভীতু চোখে তাকায় আমার দিকে ।আমি নির্বিকার, ওই চোখের জাদুতে পড়ার মত ভুল আমি আর করব না - বার বার ভুল করার অভ্যাস আমার যে নেই।
দৌড়ে দরজার দিকে যেতে যেতে  ঢলে পড়ল ঘুমে...! 
 বুঝলাম না যে ওর পেটে সাকিবের জন্য কত জন্মনিরোধক পিল গেলো আর সামান্য কটা পিল সইছে না কেন?!!
  হা হা হা!!! 
অহ!! ভাল কথা আমি না ওকে ঘুমাতে দেবনা!! 
আলগোছে তাই ফিমারটা নিয়ে দড়াম করে বাড়ি মারি ওর পেটে ।ধনুকের মত কুজো হয়ে যায় ও । চোখ গুলো খুলে যায় প্রচন্ড যন্ত্রণায়।
ভাল লাগল যে এখনো ঘুমায়নি দেখে - আজ রাতে ও ঘুমাচ্ছে না
 - আজ রাতে ও ঘুমাচ্ছে না 
ভালোলাগা উপভোগ করার সময় কোথায়!  পট ' করে ভোঁতা শব্দে ততক্ষেন ঘাড়ের হাড় ভেঙ্গে ফেলেছি আরেক বাড়িতে ।এর পর কয়টা দ্রুত বাড়ি দিয়ে মাথাটা থেতলে দিলাম। আর কোনো নড়া চড়া নেই!
ধুর,,কিন্তু তো ওকে আজকে ঘুমাতেই দেবনা!! 
 আমার চোখের ঘুম কেড়ে ও ওই চোখ বুজবে আরামে!! এতো আলবৎ বে-ইনসাফ!! 
তাই চোখ গুলো খুবলে তুলে নিয়ে গ্লাস জারে রেখে দিলাম,
 কি ক্রিয়েটিভ আইডিয়া তাই না!! এখন পারলে চোখ বুজো দেখি সোনা,, 
পাশের ঘরে গিয়ে সাকিবের উরুর চেরা গর্তে আবার ভরে দিলাম লম্বা হাড়টা। একবার ছুঁয়ে দেখলাম জায়গাটা,,  শত হলেও সেদিন চন্দ্রিমায় এখানেই মাথা রেখে শুয়েছিল আমার দুষ্টো'টা! 
ইয়ে!!প্রথম ফোনটা আমি সাকিবকেই করেছিলাম - বেচারা খালি বাসায় বিদেশি মালের লোভে এসে ছিল। 
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৬
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৬
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: ধন্যবাদ  
  আপনার ভাল লাগছে জেনেই ভাল লাগছে...
 আপনার ভাল লাগছে জেনেই ভাল লাগছে...
২|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৫০
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধুর, ভাবলাম কি? আর হল কি?
  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৭
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৭
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: টুইস্ট 
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৮  ভোর ৫:৫৮
২৪ শে মার্চ, ২০১৮  ভোর ৫:৫৮
কালীদাস বলেছেন: চমৎকার। সত্যি চমৎকার 
 
এরকম টুইস্টসহ সাইকোদের উপর লেখা ছোটগল্পগুলো আমি উপভোগ করি, সবসময় ব্লগে পাই না যদিও!
ক্যারি অন।