|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)
	
  উড়িয়ে দিলাম দুঃখ গুলো
ধোয়ায় উড়িয়ে
তোমার গল্প বলবো বলে
আসর বসিয়ে
তাসের রাজা  টেক্কা গোলাম
পড়ছে টেবিলে
আড্ডা হুল্লোড় চলছে সবি
তোমাকেই ভুলতে এএএএএএ
সব হাসিতে খুজছে ফিরি
তোমার হাসি যে 
ভান ধরেছি সুখী হবার
উৎসবে মেতে
আবার যদি দেখা হয় তবে
হেসো একটু ফিরেএএএএএ
মরব জেনেও ঝাপ দিয়েছি
সামাল দিবে কে?
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৭ ই মার্চ, ২০২০  দুপুর ২:২২
০৭ ই মার্চ, ২০২০  দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৩৭
০৭ ই মার্চ, ২০২০  দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি