![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
নতুন স্মার্টওয়াচ লঞ্চ করলো ফায়ার বোল্ড। ভারতীয় বাজারে সংস্থাটি তাদের প্রথম রাগড স্মার্টওয়াচ ফায়ার বোল্ড কোবরা নিয়ে এলো। সংস্থার দাবি, ফায়ার বোল্ট কোবরা ধুলা, পানির ঝাপটা, অতিরিক্ত চাপসহ পরিবেশের বিভিন্ন পরিস্থিতিতে দৃঢ়তা পরীক্ষার একটি সিরিজের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছে।
স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ৩৬৮×৪৪৮ পিক্সেল রেজুলেশন অফার করবে। সঙ্গে ব্লুটুথ কলিংসহ আরও একাধিক ফিচার থাকছে।
স্মার্টওয়াচটিতে প্রায় ১২৩টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে ইন্টেলিজেন্ট স্পোর্টস অ্যালগোরিদম, যা ঘড়িটি ওয়ার্কআউট সেশনের সময়ও প্রতিটা মুহূর্তের খুঁটিনাটি তথ্য ট্র্যাক ডাউনে সাহায্য করে। সংস্থার দাবি, স্মার্টওয়াচটি একবার পুরোপুরি চার্জ হলে ১৫ দিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
ফায়ার বোল্ট কোবরা স্মার্টওয়াচটি ভারতে পাওয়া যাবে মাত্র ৩ হাজার ৪৯৯ রুপিতে। বাংলাদেশি টাকায় ৪ হাজার ৫৪৮ টাকা। সলিড গ্রিন, সলিড ব্ল্যাক, ক্যামোফ্লাজ গ্রিন এবং ক্যামোফ্লাজ ব্ল্যাকের মতো একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই স্মার্টওয়াচটির। আপাতত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে ঘড়িটি।
©somewhere in net ltd.