![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
খালিদ সঙ্গীত বাংলাদেশের একটি প্রখ্যাত সঙ্গীত লেবেল কোম্পানি। সময়ের সাথে তাল মিলিয়ে খালিদ সঙ্গীত বিভিন্ন ধরনের সঙ্গীত প্রকাশ করে থাকে। খালিদ সঙ্গীত নতুন শিল্পীদের কাজ প্রকাশ করার সুযোগ দেয় এবং তাদের দক্ষতা বর্দ্ধন করার চেষ্টা করে। খালিদ সঙ্গীত বাংলাদেশের সঙ্গীত প্রতিষ্ঠানের মধ্যে একটি অনন্য স্থানে রয়েছে এবং তার সঙ্গীত সম্প্রসারণে বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতির প্রতিফলনে অবদান রাখছে। সম্প্রতি মা দিবসকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে খালিদ সঙ্গীতের নতুন একটি গান ‘হ্যাপি মাদার্স ডে’।
Happy Mothers Day Song
দারুন এই গানটির লিরিক্স,
হ্যাপি মাদার্স ডে, মাদার্স ডে, মাদার্স ডে
হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে
মা তোমায় সালাম
ও মা তোমায় সালাম
তোমার পায়ে রাখি মাথা
মা করি প্রণাম॥
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ তুমি মা
মা তুমি বড় উপহার
তোমার গুণেই আলোক চোখে
বিশ্ব দেখা আমার।
মা তুমি বিশ্ব মানবী
সোনা দানা চাই না তোমার,
চাই না নাম ধাম॥
সন্তান মা চোখের মনি
তারি ভালো তোমার জানি
হাজার বিপদ পায়ে দলে
যাও এগিয়ে বিশ্ব তলে।
কে শুধাবে তোমার ঋণ মা,
সাধ্য আছে কার অমূল্য যার দাম॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে। নিয়মিত সকল গানের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল।
©somewhere in net ltd.