নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

আটিজম নিয়ে খালিদ সঙ্গীতের সচেতনতামূলক গান!

২৫ শে মে, ২০২৩ সকাল ১০:৫৪



নিত্যনতুন নানারকম গানের জন্য অন্যতম জনপ্রিয় একটি নাম হচ্ছে খালিদ সঙ্গীত। যেখানে মানুষের মনের নানারকম ভাব প্রতিনিয়ত বিভিন্ন রকম গানের মাধ্যমে ফুটে ওঠে। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন একটি গান। মূলত অটিজম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদের নতুন এই গান নাম ‘অটিজম’। গানটির কথা দিয়েছেন কবি মাহবুবুল খালিদ। গানটিতে সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সামিনা চৌধুরী।

Autism Song

দারুণ এই গানটির লিরিক্স,

অটিজম তো কিছু নয়
তারা কোনো পাগল নয়
মিথ্যে ভাবনা ভাবছো তুমি
করছো কেন ভয়।
অটিজমের আছে চিকিৎসা
ভালো হয় সেবা-শুশ্রুষায়
যত্ন নিয়ো একটু বেশি
তারে আদর দিয়ে গায়॥

পাঠাও তারে বিদ্যালয়ে
নাও গো কোলে তুলে
গড়ে তোলো মানুষ রূপে
দ্বিধা-লাজ ভুলে।
মিছে তারে বেঁধে রাখো
শিকল দিয়ে পায়
ছেড়ে দাও ডাকো তারে
আদর দিয়ে গায় আয়রে সোনা আয়॥

আদর দিও বেশি বেশি
অন্য শিশুর তুলনায়
সুযোগ দিও সকল কাজে
ফেলো না বিড়ম্বনায়।
একদিন সে যে করবে জয়
দাঁড়াবে আপন পায়
আহা রে সে অন্য কিছু নয়
শুধুই ভালোবাসা চায়॥


কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে। নিয়মিত সকল গানের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.