নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

দুর্দান্ত ফিচারের টেকনো পোভা ৫ সিরিজ

৩১ শে মে, ২০২৩ রাত ১০:০০



এই স্মার্টফোন সিরিজের মধ্যে টেকনো পোভা ৫ এবং টেকনো পোভা ৫ প্রো- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে টেকনো সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৫ সিরিজ।

জানা গিয়েছে, আগামী ১১ অগস্ট স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে টেকনো পোভা ৫ এবং টেকনো পোভা ৫ প্রো- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। ভারতে লঞ্চের পর এই দুই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। শোনা যাচ্ছে, টেকনো পোভা ৫ প্রো মডেলে নাথিং ফোন ২- এর মতো ব্যাক প্যানেলে আর্ক ইন্টারফেস এলইডি ফিচার থাকতে পারে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টেকনো সংস্থা তাদের নতুন ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের টিজার প্রকাশ করেছে। টেকনো সংস্থার বিশ্ব টেকনোলজি ইভেন্টে নতুন ফোনগুলি লঞ্চ হবে। টেকনো ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলে টিজার ভিডিও প্রকাশ করেছে সংস্থা।

টেকনো পোভা ৫ এবং টেকনো পোভা ৫ প্রো- এই দুই ফোনে একই ধরনের ফিচার থাকবে কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে জানা গিয়েছে, টেকনো পোভা ৫ প্রো ফোনে রেয়ার প্যানেলে যে আর্ক ইন্টারফেস এলইডি ফিচার থাকতে চলেছে তা ফোনকল, নোটিফিকেশন, ব্যাটারি চার্জিং এবং মিউজিক- এই সবকিছুর সঙ্গে সিঙ্ক করতে পারবে। অর্থাৎ ফোনে এই বিষয়গুলি ঘটলে এলইডি আলো জ্বলবে। পাঁচটি আলোর প্রভাব দেখা যাবে এখানে।

সেই মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফ্ল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। টেকনো পোভা ৫ প্রো ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: এটা কি ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.