![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
সঙ্গীতের চর্চা এবং আধুনকতার সাথে বাংলাদেশের সংস্কৃতি এবং সঙ্গীত বিকাশে অন্যতম নাম খালিদ সঙ্গীত। যেখানে সবখানে রুচির অবক্ষয়, ঠিক সেখানে খালিদ সঙ্গীত তাদের সেরা শিল্পায়ন দিয়ে নিয়মিত দারুণ দারুণ সব রুচিশীল গান শ্রোতাদের মাঝে উপহার দিয়েই যাচ্ছে। বর্তমানে বর্ষার মৌসুমে দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে ভয়াল রুপে। ডেঙ্গু জ্বরের ভয়াবহতাকে মাথায় রেখে ডেঙ্গু সচেতনতা নিয়ে খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের নতুন গান ‘ ডেঙ্গু সচেতনতা’। ডেঙ্গু সচেতনতা নামক এই গানের রচয়িতা এবং সুরকার কবি মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা।
Dengue Sachetanata Song
দারুণ এই গানটির লিরিক্স,
ডেঙ্গু নিয়ে ভাবছো কেনো
ডেঙ্গু কিছু নয়
একটুখানি হও সচেতন
দূর হবে সব ভয়॥
কামড়ায় যদি এডিস মশায়
হতে পারে ডেঙ্গু সংক্রমণ
ভয় পেয়ো না মেনে চলো
নিরাময়ের সকল নিয়মকানুন।
প্রচন্ড জ্বর মাথাব্যথা,
চোখ হাড় পেশীতেও যায় না সহা
বা উঠলে গায়ে র্যাশ
জলদি নিয়ো চিকিৎসকের পরামর্শ
আক্রান্তরা খাবার খেয়ো একটু বেশি তরলজাতীয়
বিশ্রাম নিয়ো পূর্ণমাত্রায় যাহা আদর্শ; হবে আপনি নিরাময়॥
শিশু বৃদ্ধ অন্তঃসত্ত্বা বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তরা
নিয়ো শুরু থেকেই যত্ন বিশেষ, বজায় রেখো চিকিৎসার ধারা।
রক্তচাপ কমে গেলে হাত পা হলে শীতল,
দেখলে চিকন ঘাম অস্থির আচরণ বা শ্বাস স্বাভাবিক নয়
বা যদি রক্ত ঝরে বমি হয় পেটে জমে পানি
ছুটে যেয়ো হাসপাতালে করো না ক্ষেপন সময়॥
শোনো শোনো,
প্রতিকারের চেয়ে প্রতিরোধই অধিক শ্রেয়
এসো ধ্বংস করি এডিস মশার উৎসস্থল
নিষ্কাশি সব জমে থাকা জল
ঘরবাড়ি আশেপাশে রাখি পরিচ্ছন্ন যাহা নয় কঠিন অজেয়,
থাকলে মনে দৃঢ়প্রত্যয়, কিছুই কঠিন নয়॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে। নিয়মিত সকল গানের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল।
©somewhere in net ltd.