নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

বিয়ে নিয়ে খালিদ সঙ্গীতের নতুন গান ‘কন্যার বিয়ে’

১২ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০০



বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে অন্যতম সৃজনশীল সঙ্গীত পরিবেশনা প্রতিষ্ঠানের নাম খালিদ সঙ্গীত। রুচির সাথে তাল মিলিয়ে দারুণ কথা এবং সুরের নানান রকম সব নিত্যনতুন গান শ্রোতাদের মাঝে নিয়ে আসবার জন্য খালিদ সঙ্গীত অনেক বেশি জনপ্রিয়! সম্প্রতি বিয়ে নিয়ে খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের নতুন গান কন্যার বিয়ে। মূলত বাড়ির মেয়ের বিয়ে হলে পরিবারের সবাই মিলে তার প্রতি যে ভালোবাসা, অভিব্যাক্তি- আবেগ এবং উন্মাদনা এসবই নতুন এই গানের মূল ভাবার্থ। ‘উৎসব বা বিয়ে’ শ্রেণির এই গানের রচয়িতা এবং সুরকার মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সঙ্গিতা।

Konnar Biye Song

দারুণ এই গানটির লিরিক্স,

এক পলকে একটু দেখো
দেখো সামনে তাকিয়ে,
কন্যা দেখো গো সামনে তাকিয়ে॥
ডাগর ডাগর নয়ন তোমার ধরো গো মেলে
দেখো সামনে তাকিয়ে,
কন্যা দেখো গো সামনে তাকিয়ে॥
খুঁজছো যারে শয়ন স্বপন
সেই তো এসেছে,
দেখো সামনে তাকিয়ে,
কন্যা দেখো গো সামনে তাকিয়ে॥

আজ বাজবে ঢোল বাজবে সানাই
(কন্যা) নাচবে গাঁয়ের লোকে
ঘোমটা তোমার খুলে দিবে
(কন্যা) সিঁদুর নোলকে।
তোমার হাতের কাঁকন পায়ের নুপুর
(কন্যা) বাজবে ঝুমুর ঝুমুর
চক্ষু মেলে দেখো গো কন্যা
সেইতো এসেছে
যে তোমার প্রেমে পাগল হয়েছে,
দেখো সামনে তাকিয়ে,
কন্যা দেখো গো সামনে তাকিয়ে॥

আজ এসেছে সব অতিথি
(কন্যা) তোমায় বরণ করে নিতে
ফুলশয্যা সাজবে গো আজ
(কন্যা) মধু চন্দ্রিমাতে।
চাঁদের মালা তারারই ফুল
(কন্যা) দিবে তোমার গলে,
দেখো সামনে তাকিয়ে,
কন্যা দেখো গো সামনে তাকিয়ে॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে। নিয়মিত সকল গানের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.