![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।
একপক্ষ বলে ইভ্যালি নাই, ভ্যানিশ, আকাশ ভরা তারা।
আরেকপক্ষ বলে ইভ্যালিরে কী পাইছ মিয়ারা, এত তাড়াতাড়ি ইভ্যালি হাওয়া হবেনা।
তাহলে কী ইভ্যালি শেষমূহুর্তে ইতালির মতো চমক দেখাবে!!!
আমার ধারণা যারা ইভ্যালির পক্ষে তারা অবশ্যই সামান্য হলেও টাকা ইনভেস্ট করে দিন গুনছে টাকা কিংবা প্রডাক্ট পাবার আশায়। যারা ইভ্যালি ভ্যানিশ বলে মজা লুটছে তারা অন্য পাবলিকের টাকা মাইর যাওয়ার আনন্দে শিহরিত।
তৃতীয়পক্ষে আছি আমি ফকির আলী শাহা। যে নিরীহ, গো-বেচারা অল্পদামে কিছু কেনার উদ্দেশ্যে বা লোভে কোনো টাকা ইনভেস্ট করি নাই। ইভ্যালি ইতালির মতো চমক দেখাবে নাকি ডেসটিনির মতো ধ্বসে যাবে সেই চিন্তাও তাই নাই। তবে মানুষের টাকাপয়সা মাইর যাক এটা কখনোই চাইনা।
আমার প্রশ্ন হচ্ছে একটা সময় তো #ইভ্যালি, #ডেসটিনি, #ইউনিপে টু সবাই ধরা খায় তাহলে জনগন টাকা পায় না কেন?
এমন এক পর্যায়ে ধরার মানে বুঝিনা যে ধরা খেয়েও চোর মালসামানা নিয়ে পালাতে সুযোগ পায়!!
নাকি মাঝপথে ধরে, দফারফা করে বিশেষ কোনো পক্ষ আখের গুছিয়ে জনগনরে আঙুল চোষায়?
( সৈয়দ মাহফুজ আহমেদ)
২| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৬
আল-ইকরাম বলেছেন: আসলে এ এক গোলক ধাঁধা। এর সঠিক উত্তর বাংলাদেশ সরকারই দিতে পারেন।
৩| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:১৩
রোকসানা লেইস বলেছেন: ইভ্যালি কি?
৪| ১৭ ই জুলাই, ২০২১ রাত ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানুন ই-ভ্যালী কি
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোর সব্ মালামাল একে একে
সাফাই করার পরেও ভানুর
ডায়লগ বলেঃ
দেখিনা কি করে !!