![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।
স্যার আপনার শেষ যে কবিতাটা প্রকাশিত হলো, এককথায় অসাধারণ।
অনেক ধন্যবাদ। কেউ কবিতা পড়ে এমন মন্তব্য করলে কবিতা লেখা স্বার্থক মনে হয়।
তাই বুঝি স্যার। তবে কবিতায় যে লেখা
"বক্ষের ভেতর নির্জন তেপান্তরে শুধু তুমিই থাক সারাটা জুড়ে...
আমার ভালোবাসা ছায়ার মতো গোটা তেপান্তরে তোমায় সাথে ঘুরে" লাইনগুলোর মানে কী?
মানে কী মানে!
লাইনগুলোর অর্থ আরকি স্যার।
কবিতার অর্থ না বুঝেই অসাধারণ লেগে গেলো আপনার কাছে?
আহ স্যার অর্থ পুরোপুরি না বুঝলেও একটা ভাব যে আছে তা বুঝেছি। তাই তো অসাধারণ বলেছি।
বেশ করেছেম।
তা স্যার মানে টা বলবেন প্লিজ।
ভাই শুনেন, আমি অলস প্রকৃতির লোক। আগে বড় বড় গদ্য লিখতাম। অলসতার জন্য গদ্য ছেড়ে পদ্য ধরেছি। এখন যদি পদ্যকে আবার গদ্যে রূপান্তর করা লাগে তাহলে আমি কই যাব? খরচ বাঁচাতে গিয়ে তো দ্বিগুন খরচ দেয়া লাগবে তাহলে।
সৈয়দ মাহফুজ আহমেদ)
১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৭
মাহফুজ বলেছেন: তো কিছুই না।
২| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠক ব্যাখ্যা দাবি করতেই পারে। উত্তর দেওয়া লেখকের দায়িত্বের মধ্যেই পড়ে।
১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩
মাহফুজ বলেছেন: পাঠক হয়তো ব্যাখ্যা চাইতে পারে কিন্তু যে কোনো কবির সাথে চাইলেই কি যোগাযোগ সম্ভব। আসলে লেখাটা শুধু কবিতার জন্য নয় আজকাল ভার্চুয়ালি কিছু পাবলিক পাওয়া যায় যাদেরকে সার্কাজম, ফান, সিরিয়াস পোস্ট সম্পর্কে আলাদাভাবে এলার্ট দেয়া লাগে।
৩| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: আমি মনে করি, কবিতার কোন লাইনের বা ভাবের ব্যাখ্যা দেওয়াটা কবির দায়িত্বের মধ্যে পড়ে না। পাঠক যে যেমনটি বোঝেন, বুঝতে পারেন। কিছু না বুঝতে পারলে, সেটাও সই!
অবশ্য কোন কবি যদি স্বতঃপ্রবৃত্ত হয়ে তার কবিতার ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন, সেটা আলাদা কথা। তাতেও আমার আপত্তি নেই।
১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১৮
মাহফুজ বলেছেন: পুরোপুরি একমত ভাইজান। প্রতিটা কবিতার ব্যাখ্যা দেয়া কি কবিদের পক্ষে সম্ভব আলাদা করে!
৪| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৬
মাহফুজ বলেছেন:
৫| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: অগোছালো।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: তো?