নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সভ্য বাংলাদেশী

স্রষ্টা এবং সৃষ্টি কে ভালবাসি। বাকি জীবন কোন স্বার্থ ছাড়া ভালবেসে যেতে চাই।

সব্য বাংলােদশী

এই ব্লগের কোন লেখা লেখকের অনুমতি ব্যতিরেকে হুবহু অথবা আংশিক পরিবর্তন করে প্রকাশ করা নিষেধ। প্রয়োজনে যোগাযোগ করুন : [email protected]

সব্য বাংলােদশী › বিস্তারিত পোস্টঃ

নতুন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও আমরা

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন তিনি। গত মঙ্গলবার কেরির মনোনয়ন নিশ্চিত করার ক্ষেত্রে সেনেটর সদস্যরা প্রায় একযোগে সম্মতি জানায়। কেরির মনোনয়নের পক্ষে পড়ে ৯৪ ভোট আর বিপক্ষে মাত্র ৩ ভোট। বিপক্ষে ভোট দেয়া রিপাবলিকান তিন সিনেটরের দুজন টেক্সাসের ও অপরজন ওকলাহোমার। দ্বিতীয় মেয়াদে ওবামার জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদের মধ্যে কেরির মনোনয়নই প্রথম নিশ্চিত হলো। বিবিসি ও রয়টার্স।

এই মনোনয়নের আগে কেরিকে সিনেটের বৈদেশিক নীতি সম্পর্কিত কমিটির শুনানির মুখোমুখি হতে হয়েছিল। ওই শুনানির পাঁচদিন পর কেরির মনোনয়ন নিশ্চিত করতে ভোট গ্রহণে সম্মত হয় সিনেট। নিজে পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনয়ন পাওয়ার আগে গত চার বছর কেরি সিনেটের ওই বৈদেশিক নীতি সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলেন। সিনেটে ভোট গ্রহণের আগে একইদিন সকালে এই কমিটির সদস্যরাও সর্বসম্মতিক্রমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেরির মনোনয়ন সমর্থন করেন।

৬৯ বছর বয়সী কেরি পাঁচ মেয়াদে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য ছিলেন। তিনি ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন কিন্তু রিপাবলিকান প্রার্থী জর্জ বুশের কাছে পরাজিত হন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামী সপ্তাহের প্রথমদিকে তার শপথ গ্রহণের সম্ভাবনা আছে।



আমেরিকার মত একটি দেশের পররাষ্ট্র মন্তনালয়ের দায়িত্ব পাওয়া মানে তিনি ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন টা বলার অপেক্ষা রাখে না। তবে সেটা যাই হোক, আমাদের কি লাভ তাতে। আসলেই কোন লাভ বা আসার আলো দেখা যাচ্ছে না আমাদের উন্নতির। আমাদের রাজনৈতিক বাক্তিত্ত যারা বর্তমানে ক্ষমতাসীন তাদের কি কিছুই শেখার নেই? তারা কি পারতেন না আমাদের দেস থেকে দুর্নীতির শিখর উফরে ফেলে একটি স্বাধীন (প্রকৃতার্থে) সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। রাজনীতি ত জন কেরি, বারাক ওবামা , হিলারি ক্লিনটন বা মিত রমণী করেন। আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ গনও করেন। আমি বলবনা দুর্নীতি তাদের দেশে হয় না, দুর্নীতি শুধু আমাদের বাপ দাদার সম্পদ। দুর্নীতি হলেও তাদের মধ্যে দেশ প্রেমের নুন্নতম বোধ আছে। আমদেরও আছে দেশ প্রেমিক আবুল হাসান। থাক বিতর্কিত বিসয়ে না যাওয়াই শ্রেয়। জন কেরি - হিলারি সম্পর্ক এবং দিপুমনি - সাবেক পররাষ্ট্র মন্ত্রী সম্পর্ক যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমদের প্রকিত অবস্থান সম্পর্কে একটা ধারণা নিতে পারব। কেন জানি স্বপ্ন দেখতে মন চায়। কবে পাবো তোমার দেখা গ সজনী। আমাদের মানুসিকতা বদলাতে হবে। তাহলেই রাজনীতিবিদদের মানসিকতা বদলাবে। আসুন বদলাই তাহলে ডিজিটাল মোড়কে আর অ্যানালগ বাংলাদেশ দেখতে হবে না।



জন কেরিকে শুভেচ্ছা। নতুন পররাষ্ট্র নিতির প্রত্যাশায় সারা পৃথিবী অপেক্ষমাণ। দেখাই যাক না পূবের বাতাসে নৌকার পালে হাওয়া লাগে কিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.