![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
জাতীয় গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন কিশোরের একজন আত্মহত্যার চেষ্টা করে আর প্রতি ৮জনের একজন আত্মহত্যার চিন্তা করে।
৬৫০০জনের উপর এই গবেষনা চালানো হয়।
এই কিশোরদের সবাই কোন না কোন মানষিক রোগের আক্রান্ত এবং মাদকের অপব্যবহারকারী। একজন মানষিক রোগ বিশেষজ্ঞ বলেন আমরা জানি না কিভাবে এদেরকে বিপর্যয় থেকে ঠেকানো যায়।
গবেষনায় দেখা গেছে ছেলেদের চাইতে মেয়ের আত্মহত্যার কথা বেশি চিন্তা করে। যদিও ছেলেরা এই প্রচেষ্টায় সফল হয় বেশি।
আমেরিকায় স্কুলগুলোতে যে গুলাগুলির ঘটনা ঘটছে, তার সাথে এর যোগসূত্র থাকাটা খুব অবাক করার কিছু নয়।
আমাদের দেশের বুদ্বজীবিদের (বদজীবি) একটা অংশ আমাদের নতুন প্রজন্মদের পশ্চিমা দীক্ষায় দীক্ষিত করতে খুবই উতসাহী। তারা নতুন প্রজন্মদের কাছে পশ্চিমা উদার সংষ্কৃতিকে তুলে ধরতে গিয়ে, ফ্রিমিক্সিং আর উদ্দাম জীবনযাপনের ব্যপারটিকে খুব উতসাহের সাথে উপস্থাপন করেন।
বাংগালীদের স্মার্ট বানানোর ফন্দি ফিকিরের আড়ালে নিজদের স্বার্থ উদ্ধারের বিষয়টিতে তারা আরো বেশি স্মার্ট ।
ডিজুস, হরলিক্স, এনার্জি ড্রিক্সং, আর মেত উঠো উল্লাসে - শেষ পর্যন্ত না পরিনতি ডেকে আনে বিষাদের।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....
১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করাটা এখন সময়ের দাবী। সহমত। গুরুত্বপূর্ণ পোস্ট।
১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মাহিরাহি বলেছেন: Link of the news