![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
সনি বিল উইলিয়ামস, যিনি কিনা নিউজিলান্ড অল ব্ল্যাক রাগবী দলের সুপার ষ্টার, ইসলাম ধর্মে ধর্মান্তিরত হয়েছেন।
তিনিই প্রথম মুসলিম যিনি কিনা অল ব্ল্যাকের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন।
নর্দান হ্যাম্পশায়ারের ট্যুরে তিনি হালাল ফুডের জন্য আবেদন করেন।
নিয়মিত জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করেন। ইউটিউবে দেখা যায় খেলার আগে তিনি চেন্জিং রুমে এক ফাকে নামাজ আদায় করে নিচ্ছেন।
New Zeland Herald
তিনি আবার হেভিওয়েট মুস্টিযোদ্ধাও। বর্তমানে নিউজিলান্ডের হেভিওয়েট চ্যাম্পিওন।
উইকি
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮
মাহিরাহি বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
আবু সালেহ বলেছেন: খবরটা জেনে ভালো লাগলো..............
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
এম আর ইকবাল বলেছেন: একজন অমুসলিম ধর্মান্তিরত হয়ে ইসলাম গ্রহন করলে ইসলাম ধর্ম মযার্দা খুব বেড়ে গেল ? আমরা নিজেরা কি খওয়ার সময় হালাল হারাম বিবেচনা করে খাই ? হোটেলে খেতে গেলে, যা দেয় তাই খাই । আমরা িনজেরা কি ধর্ম ঠিকমত পালন করি । বাতুলতা ।