নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

হেফাজতিদের বই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

গোলাম মওলা রনি (আওয়ামী এমপি) বলল, হেফাজতিদের মধ্যে এমন অনেকজন আছে যাদের বই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে আছে।



সত্যি নাকি?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

নীলমেঘ আমি বলেছেন: সামনে গোলাম মওলা রনির বইও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে থাকবে। আবাল কোন জায়গার। X(( X(( X((

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

কলাবাগান১ বলেছেন: উনি যদি জানতেন যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির কোন ফিক্সড পাঠ্যসূচি (সিলেবাস) নাই, তাহলে তা বলতেন না।

কট্টর কোন শিক্ষক যদি তার ক্লাসে হেফাজতের লিখা কোন বই রেফার করে, তা কে ঢালাও ভাবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে এই বই পড়ানো হয় বলাকে উনার অজ্ঞতা কে দায়ী করব।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

পিচ্চি পোলা বলেছেন: চাঁদেও পাঠ্য করা হচ্ছে। সাঈদীর সৌজন্যে!! B-)) B-)) B-))

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

হুমায়ুন তোরাব বলেছেন: al-quayadar leader der likha boi o naki porano hoi bole shunsi.(satire na eita)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

কলাবাগান১ বলেছেন: আল কায়েদার বই পড়ানো হয় ওদের মানসিক/পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানার জন্যই ....

আমেরিকাতে এই সিস্টেম এসটাবলিশ করার জন্য না

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

rakibmbstu বলেছেন: হ মনে অয় মুসলমানগো টাইট দিবার জন্য মুসলিম বিভিন্ন আইনের ফাকঁ ফোকর বাইর করার চেষ্টা আরকি!!!!!!!!

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

মাহিরাহি বলেছেন: শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.