নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

একজন মুমূর্ষ রোগীকে বাচাতে এগিয়ে আসুন, আজকে তার জন্মদিন

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

একজন মুমূর্ষ রোগীকে বাচাতে এগিয়ে আসুন।
সকল দেশবাসীর কাছে এই আকুল আবেদন।

এই রোগীকে বাচাতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানাচ্ছি আমি।
সবাই এগিয়ে না আসলে একে বাচানো অসম্ভব।

এক ভদ্রলোক এক পত্রিকার সম্পাদকের কাছে গেলেন তার সাহায্যের আর্তিটি কাগজে ছাপানোর জন্য।
সম্পাদক জানতে চাইলেন কি ধরনের সাহায্য চাই, অর্থ না রক্ত।
ভদ্রলোক উত্তর দিলেন, "একে বাচাতে হলে সবাইকে সবধরনের সাহায্য নিয়ে এগিয়ে আসত হবে।"
সম্পাদক জানতে চাইলেন সেকি আপনার আত্মীয় হয়?
হ্যা, পরম আত্মীয়। লোকটি উত্তর দিল।
"বয়স কত?" সম্পাদক প্রশ্ন করলেন।
"৪৬ বছরের মত।"
"কতদিন ধরে অসুখ করেছে।" সম্পাদক আবার প্রশ্ন করলেন।
"জন্মের পর থেকেই"
"এতদিন চিকিৎসা করাননি কেন?"
"রোগটা যে জন্মের পর পরই দানা বাধতে শুরু করেছে তা আমরা টের পায়নি। আর যারা টের পেয়েছিল তারা ভেবেছিল এমনিতেই সেরে যাবে, আর অনেকে একে আত্মীয় বলে কখনো ভাবেইনি।"
"রোগের শুরুতেই চিকিৎসা করলে আপনাকে শেষ মুহূর্তে আসতে হতনা।" সম্পাদক বললেন।
"ঠিক বলেছেন, বড় ভুল হয়ে গেছে। শুরুতেই রোগটিকে নির্মুল করা উচিৎ ছিল। কিন্তু সবাই কিছুটা ঔদাসিন্য দেখিয়েছে, তারই মাশুল দিতে হচ্ছে আমাদেরকে এখন।"
লোকটি হতাশ হয়ে বলল।
"আর ওর অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে বলেই এখন এই আকুল আর্তি নিয়ে আসা।" লোকটি যোগ করল।
"কি অসুখ করেছে।" সম্পাদক এবার অসুখের কথা জানতে চাইলেন।
"ক্যান্সার হয়েছে।"
"কোথায়"
"শরীরের সব জায়গাতেই" বলেই লোকটি দীর্ঘস্বাস ফেলল।
"তার গায়ে জন্মানো পোকাগুলোই তাকে কুড়েকুড়ে খাচ্ছে।" লোকটি আবার বলল।
"কি ধরনের পোকা" সম্পাদক ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন।
"বিভিন্ন জাতের, যেমন ঘোষখোর, মুনাফালোভী ব্যবসায়ী, ধর্মব্যবসায়ী, সুবিধাভোগী রাজনীতিবিদ আরো কতকি?
সম্পাদকটি এবার চেয়ার থেকে উঠে দাড়িয়ে বললেন, বলুন ত আপনি কে? আর আপনার রোগিটিইবা কি?
"আমার রোগীটি হল বাংলাদেশ আর আমি হলাম একজন মুক্তিযোদ্ধা।" লোকটি আস্তে করে উত্তর দিল

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

নতুন বলেছেন: "বিভিন্ন জাতের, যেমন ঘোষখোর, মুনাফালোভী ব্যবসায়ী, ধর্মব্যবসায়ী, সুবিধাভোগী রাজনীতিবিদ আরো কতকি?

এর ঔষুধ কই পাবো?

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

মাহিরাহি বলেছেন: সেই উত্তরই খোজা!

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

নিমগ্ন বলেছেন: একদম ঠিক কথা......

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

ডিবি আবদুর রহমান বলেছেন: খুব ভালো লাগছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

shiponblog বলেছেন: সম্পাদকটি এবার চেয়ার থেকে উঠে দাড়িয়ে বললেন, বলুন ত আপনি কে? আর আপনার রোগিটিইবা কি?
"আমার রোগীটি হল বাংলাদেশ আর আমি হলাম একজন মুক্তিযোদ্ধা।" লোকটি আস্তে করে উত্তর দিল।
দারুন বলেছেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: "বিভিন্ন জাতের, যেমন ঘোষখোর, মুনাফালোভী ব্যবসায়ী, ধর্মব্যবসায়ী, সুবিধাভোগী
রাজনীতিবিদ আরো কতকি?
সম্পাদকটি এবার চেয়ার থেকে উঠে দাড়িয়ে বললেন, বলুন ত আপনি কে? আর আপনার
রোগিটিইবা কি?
"আমার রোগীটি হল বাংলাদেশ আর আমি হলাম একজন মুক্তিযোদ্ধা।" লোকটি আস্তে করে
উত্তর দিল

কত কত মহামারী রোগ!!!এসব রোগের প্রতিষেধক কই...অবশ্য তা হয়ত প্রতিনিয়তই আমরা ধংস করছি...
এই সচেতনমূলক অনভূতির মিথষ্ক্রিয়া ভালো লেগেছে...

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোকা মাকড়ের ঘর বসতি!
ঘুনপোকায় কুড়ে কুড়ে খোবলা করি ফেলিছে!
ক্যান্সার খালি আরও কত কত ব্যামো লিষ্টি করি শেষ হপার নয়!

এই ব্যামো হোমোফ্যাথি এলুপ‌্যাথিতে সারবার লয়!
এর জন্য চাই অপারেশন!
চাই একজন সার্জন! একাত্তরের মতো
চাই জানবাজ নার্স- মুক্তির মতো
চাই সাড়ে সাত কোটির মন থেকে উজার করা ভালবাসা!!!!!!!!

ইনশাল্লাহ রোগী নয় মাসেই সুস্থ হয়ে যাবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

মাহিরাহি বলেছেন: ইনশাল্লাহ

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি



সঠিক সময়ে চমৎকার একটি স্যাটায়ার ।
রোগীটি বেঁচে থাকুক .....

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

মাহিরাহি বলেছেন: এক সময় পুরোপুরি সুস্থ হয়ে উঠবে

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: "কোথায়"
"শরীরের সব জায়গাতেই"
কিন্তু এরপরও আমি বেচে থাকতে চাই।।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

মাহিরাহি বলেছেন: ঠিক তাই।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

গোধুলী রঙ বলেছেন: হ, একই রকম কথা হায়দার হুসেন গানে গানে বলে, প্রায়-রাজাকার ট্যাগের শিকার হয়েছেন একজন স্বনামধন্য ছড়াকার চেতনাবাদীর কাছে। বিডিনিউজ২৪ এ হায়দার হুসেনের কাছে খোলা চিঠি, এইরকম একটা আর্টীকেলে পেয়ে যাবেন।

যখন রোগ আছে এই বিষয়টিকেই স্বীকার করা হয় না, রোগের চিকিতসা ক্যামনে হবে!!!

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.