![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
ওরা তিনজনে মিলে খুনটা করে বিকেলবেলার দিকে। জিনিষপত্র সব হাতিয়ে নিয়ে এসে লাশ ফেলে আসে ইটের ভাটিতে। তিনজনের একজন জামালের ভাগে পরে দামী মোবাইল সেটটা।
সন্ধে বেলার দিকেই ঝুপড়িতে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয় জামাল।
একজন জলজ্যান্ত মানুষকে খুন করার পর মাথাটা ঠিক রাখাটা কঠিন।
বিছানায় গা এলিয়ে দেয়ার মুহুর্তেই বেজে উঠে তার নিজের মোবাইলটা।
বিরক্তবোধ করলেও কানের কাছে তুলে নেয় মোবাইলটা, সে জানে এটি তার মায়ের কল। দিনে কয়বার এবং প্রতিদিন সন্ধায় একবার মোবাইলে খোজখবর নেয়াটা নিয়মিত।
বাবা কেমন আছস, শরীরটা ভাল ত। তরে দেখবার মন চায়।
কোন ঝামেলা করস নাই ত আবার। তর জন্য খুব দুশ্চিন্তা হয় আমার, রাইতে ঘুমাইতে পারিনা। একটানে সবগুলো প্রশ্ন করে থামে জামালের মা।
জামাল ছোট্ট করে উত্তর দেয় "হ সব ঠিক আছে"
তারপর লাইন কেটে দেয়।
বিছানায় কতক্ষন এপাশ ওপাশ করে কাটায় তার মনে নেই।
ঠিক তখনই মোবাইল বেজে উঠে আবার, তবে তার নয় খুন হওয়া লোকটার। অজান্তেই ইয়েস বাটন চেপে কানের কাছে ধরে সে।
ওপাশ থেকে ভেসে আসে মায়ের কন্ঠ, তবে তার নয়, খুন হওয়া লোকটার।
" বাবা কেমন আছিস, শরীর ঠিক আছে ত। তোর জন্য খুব দুশ্চিন্তা হয় আমার, বাবা তোর জন্য রাতে ঘুমাতে......
জামালের হাত থেকে মোবাইলটা খসে পড়ে, নিজের অজান্তেই চোখ দুটো ভিজে আসে তার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
মোল্লা রিফাত রায়হান বলেছেন: ভাল ছিল
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, কি ভাল ছিল
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ভালো লাগল।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
জ্যোস্নার ফুল বলেছেন: সুস্থ বোধ গুলো খুব সহজ, তবু এই বোধ গুলোই আমাদের জাগ্রত হয় না।
আপনার বলার ভঙ্গিটা ভালো লাগল।