নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

মুসোলিনি স্টেজে দাড়িয়ে প্রায় দর্শকদের চ্যালেন্জ করত, খোদা যদি থাকে তাহলে তাকে বল আমাকে এখনই বজ্রপাতে মারতে।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

মুসোলিনি, স্তালিন, মাও সেতুং পলপটের মত নাস্তিক নেতারা এক সময় পৃথিবী অর্ধেক শাসন করত।

মনে হয় ৫০ বছরেরও বেশি সময় ধরে, ৫০ জনেরও বেশি নাস্তিক শাসক প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন। যদিও পৃথিবীতে নাস্তিকের হার, ৫% চাইতেও কম।

মসজিদ, গির্জা ভেংগে নাইট ক্লাব বানানো হত, জনগনকে নাস্তিক বানানোর জন্য। গোটা কয়েক নাস্তিক নেতা কয়েক কোটি মানুষ খুন করছে, গনহত্যায় শুধুমাত্র কম্বোডিয়ায় পলপটের হাতে মারা গেছে ৫ লাখ মুসলমান। সম্ভবত স্তালিন মেরেছে এক কোটির ও বেশি। মাও সেতুং ও কম মানুষ মারেনি। কোন বিশ্ব যুদ্ধেই বোধহয় এত মানুষ মারা পরেনি, তাও নিজেদের নেতার হাতে।

মুসোলিনি ক্যামিকেল অস্র ব্যবহার করেছিল দরিদ্র ইউথোপিয়ার জনগনকে মারতে।

নাস্তিকময় পৃথিবীর দেশগুলো পৃথিবীতে কোন কল্যান বয়ে আনেনি, প্রতিটি দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে তারা, পলপট, হোজ্জারা সংকৃস্তিকে প্রায় ধংস করে দিয়েছিল।

নোবেল প্রাইজ সাহিত্যিক আলেকজান্ডার সোলজেনিসকে প্রশ্ন করা হয়েছিল, কুম্যনিস্টদের শাসনে কোটি কোটি নিজদের মানুষকে মরতে হয়েছিল কেন।

উত্তরে তিনি বলেছিলেন, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল।

Nobel Prize winner Aleksandr Solzhenitsyn was asked to account for the great tragedies that occurred under the brutal communist regime he and fellow citizens suffered under.

Aleksandr Solzhenitsyn offered the following explanation:
“ Over a half century ago, while I was still a child, I recall hearing a number of old people offer the following explanation for the great disasters that had befallen Russia: 'Men have forgotten God; that's why all this has happened.'

Since then I have spend well-nigh 50 years working on the history of our revolution; in the process I have read hundreds of books, collected hundreds of personal testimonies, and have already contributed eight volumes of my own toward the effort of clearing away the rubble left by that upheaval. But if I were asked today to formulate as concisely as possible the main cause of the ruinous revolution that swallowed up some 60 million of our people, I could not put it more accurately than to repeat: 'Men have forgotten God; that's why all this has happened.' [15]

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

মাহিরাহি বলেছেন: https://en.wikipedia.org/wiki/Aleksandr_Solzhenitsyn

২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

সোহানী বলেছেন: হুম ঠিক......

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: নাস্তিকময় পৃথিবীর দেশগুলো পৃথিবীতে কোন কল্যাণ বয়ে আনেনি, প্রতিটি দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে তারা, পলপট, হোজ্জারা সংকৃস্তিকে প্রায় ধংস করে দিয়েছিল।" অাচ্ছা বুঝলাম । এখন জানতে চাই শান্তি এনেছিলো কোন দেশগুলো?

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

মাহিরাহি বলেছেন: কম্যুনিস্টদের শাসিত দেশগুলোর চাইতে অন্য দেশগুলো শান্তিতেই ছিল।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

খন্দকার আঃ মোমিন বলেছেন: হাঁ অবিশ্বাসী রাই পৃথিবীর ক্যান্সার ।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

আহলান বলেছেন: সৃষ্টিকর্তা কি ওনার অধিনস্ত ছিলো নাকি? ওরকম আস্ফালন তো নমরুদ ফিরাউনেও করেছে এক সময় ...

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

মাহিরাহি বলেছেন: নমরুদ ফিরাউনদের ধংস অনিবার্য

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েকটা দেশের নাম বলুন!

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

মাহিরাহি বলেছেন: আমাদের বাংলাদেশ!

আমরা বেশ শান্তিতেই ছিলাম।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: Click This Link

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দাম্ভিকের দম্ভই চূর্ণ হয়েছে... তবু তারা তা মানতে রাজী নয়!

কারো মানাতে জোরেরও প্রয়োজন নেই। বরং বিশ্বাসীধের উচিত নিজেদের আচরনকে যতটা নিখুত করা যায় তার চেষ্টা করা!!

৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

মাহিরাহি বলেছেন: বরং বিশ্বাসীধের উচিত নিজেদের আচরনকে যতটা নিখুত করা যায় তার চেষ্টা করা!!

সেই চেষ্টাটি কি করছি আমরা, উল্টো আমাদের আচরন নাস্তিকদের সুযোগ করে দিচ্ছে, আমাদেরকে আক্রমণ করার।

১০| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫৪

কালনী নদী বলেছেন: 'Men have forgotten God; that's why all this has happened.' [15]
good work! keep it up.

১১| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:০১

মোস্তফা ভাই বলেছেন: বর্তমান বিশ্বে লাখ লাখ ১০০% খাটি মুসলমানরা ১০০% খাটি নাস্তিকের দেশগুলোতে রিফিউজি হিসাবে অবস্হান করছে।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার পোষ্ট, নাস্তিকদের মানবতাবাদের পরিচয় পাওয়াগেল।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.