নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

শিশুদের প্রকাশ্যে প্রেম নিবেদনের অধিকার প্রতিষ্ঠার করতে চান কিছু প্রগতিশীলেরা, শিশুদের দুমুঠো ভাতের অধিকার প্রতিষ্ঠা করার ব্যপারে তাদের কোন মাথাব্যথা নেই।

০২ রা জুন, ২০১৬ রাত ১০:৪৩

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বাচ্চাদের মনেও প্রেমের অনুভূতি জন্মাইতে পারে। যদিও সেটাকে অনিয়ন্ত্রিত বাড়োতে দেয়া ঠিক না। আপনার সন্তান হলে আপনি তার বন্ধু হন, দেখবেন সে তার ভালোলাগার কথা না বলে থাকতে পারতেছে না। ওকে কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সময় দিলে বোঝানো খুবই সম্ভব। ওদের যত্ন দরকার, ভালো আচরন দরকার আবার নজরদারীও দরকার। ওরা ভু পরিকল্পনা করে করে না, মন চায়, তাই ঝোকের বশে করে ফেলে।

কিছু মানুষ চাইতেছে বাচ্চারা ওই বয়সে প্রেমের শোঅফের মত ভুল করলেও যাতে বাবা মা পিটাইয়া তক্তা না বানাইয়া ফেলেন। শিশুরা কেবল ভুলই করতে পারে, সেগুলো অপরাধ না। ভুল করলে আগে বোঝান, বোঝানোর প্রচেষ্টা নেয়ার আগেই হার্ডলাইনে যাইয়েন না।

আপনার পোস্টের শিরোনাম পড়ে আমার নিজেকে প্রগতিশীল মনে হইতেছে :D

২| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০২

মাহিরাহি বলেছেন: আপনি পোষ্টের মূল বার্তাটি দয়া করে বোঝার চেষ্টা করুন।

আমরা ক্রমশ: এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলছি, যে সমাজে সবাই চুড়ান্ত রকমের স্বার্থপর হয়ে উঠছে। ত্যাগের কথা না বলে কেবল মাত্র ভোগের কথাটা বেশি বলা হচ্ছে।

একটা কিশোরী প্রকাশ্যে চুমু দেবে কি দেবে না, সেটা বাংলাদেশের সমস্যা না, বাংলাদেশের সমস্যা ছবিগুলোর শিশু শ্রম, এই বাচ্চাগুলোের কি অধিকার নেই স্কুলে যাওয়ার কিংবা খেলাধুলা করার।

৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৬

মাহিরাহি বলেছেন: এই বাচ্চাগুলোের কষ্ট উপলব্ধি করার বোধশক্তিও কি আমাদের নেই।

অথচ কিছু ইচড়ে পাকা ছেলেমেয়ে প্রকাশ্যে অসভ্যের মত আচরণ করছে, আর তার পক্ষে সাফাই গাওয়ার মত, কিছু নির্লজ্জ অতি
আধুনিক মনুষ্যরুপী ইতর পোস্ট দিতে আর তার পক্ষে সাফাই গাইতে এক পায়ে দাড়িয়ে আছে।


৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:০৭

নাবিক সিনবাদ বলেছেন: এদের কে ধিক্কার জানাই।

০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:০৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। দেখেন আপনার পোস্টে কমেন্ট কত কম। অথচ নেগেটিভ হওয়ার পরও ঐ ঘটনার পক্ষে কতজন সাফাই গাইছে...

০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:০৪

মাহিরাহি বলেছেন: দু:খজনক।

৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৩৮

অগ্নি সারথি বলেছেন: ধুর মিয়া আমি তো ভাবতাসি শিশুদের যৌন অধিকার লয়া চিক্কুর পারুম! আপনে তো তাইলে আধুনিক না।

০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:০৫

মাহিরাহি বলেছেন: ওরা কত নিচে নামবে!

৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫০

কল্লোল পথিক বলেছেন:





সহমত।
পোস্টের জন্য ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:০৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, সহমতের জন্য।

৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: তেনারা বোধহয় ভিন গ্রহের মানুষ।। শিশুশ্রমের বাস্তব দিকটা উঠে এসেছে প্রতিটি ছবিতেই।। চেতনা জগানীয়া পোষ্টটিতে লাইক না দিয়ে পারলাম না।।

০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:০৬

মাহিরাহি বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আহলান বলেছেন: ঠিক বলেছেন ... তারা ফ্রেঞ্চ কিস শিখাতে, প্রকাশ্যে প্রেম নিবেদনে উৎসাহ যোগাতে খুব আগ্রহী! খুব জানতে ইচ্ছা করে তারা এসব তাদের বাবা মা কে করতে দেখেছে নাকি নিজের বাচ্চাদের সামনে এমন আচরণ প্রকাশ করে? লজ্জা শরমের বালাই কি দিন দিন উঠে যাচ্ছে?

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৫

মাহিরাহি বলেছেন: আপনিও ঠিক বলেছেন

১০| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আমি দেলোয়ার বলেছেন: দোষটা সেই শিশুদের দেয়ার আগে তাদের কে দিলেই ভালো হবে যারা এরকম কাজের বৈধতা দাবি করে। তাদের সমাজ নিয়ে এত চিন্তার কারনেই সমাজের এই পরিণতি।

১১| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৬

মাহিরাহি বলেছেন: দোষ আমাদেরই। শিশুরা দেখে শিখে। সবচাইতে বেশি অনুকরণ করে মা বাবাকে।

১২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৫

কালনী নদী বলেছেন: প্রত্যেকটা ছবিই হৃদয়-বিধারক সংগ্রহে নিয়ে নিলাম!
শিশুশ্রদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে অনুরুধ রইল।

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:১৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৭

কালনী নদী বলেছেন: প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুস খাওয়া কখনও নয়! -নচি দা

১৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি ,



এমন একটা বিষয়ের অবতারনা করেছেন যেখানে এ সম্পর্কে সামান্যতম চিন্তা ভাবনা করার মতো লোকই নেই কোথাও ।
আমাদেরই অবহেলায় , আমাদেরই ব্যক্তিকেন্দ্রিক ফায়দা লোটার কল্যানে এতোদিনে যে সমাজ ব্যবস্থা গড়ে তুলছি আমরা , তা মৃত বহু আগেই । এই সমাজ ব্যবস্থার শরীরে রক্ত নেই, ফুসফুসে নেই বাতাস, টিকে আছে শুধু সৃষ্টিকর্তার লাইফ সাপোর্টে । এর পরিবর্তন হওয়ার ও তাই কোন কারন নেই , শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার আগে।
তাই " নাই কাজ - খই ভাজ"দের খই ভাজতে দিন । এরকম ভাজা থেকে আমাদের মুক্তি নেই । আর শিশুদেরও মুক্তি নেই শ্রমের দাসত্ব থেকে ।

১৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:১৭

মাহিরাহি বলেছেন: আপনার চমতকার মন্তব্যে আমি আবিভূত।

১৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৪৪

বিজন রয় বলেছেন: একসময় সব শিশুর জীবন সুন্দর হবে এই প্রার্থনাই করি।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০৮

মাহিরাহি বলেছেন: আমাদের সবার তাই কাম্য

১৭| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৮

অনিন্দিতা দাশ বলেছেন: এই শিশুরাই হবে আগামী দিনের প্রজন্ম।

২৫ শে জুন, ২০১৬ সকাল ১১:১৭

মাহিরাহি বলেছেন: সেইটাই চিন্তনীয়

১৮| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৬

চাঁদগাজী বলেছেন:




ভালো বিষয়ে লিখেছেন, মানুষের পক্ষে আরো লিখুন

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:০২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৯| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৭

টাইম টিউনার বলেছেন: কেমন কেমন লাগছে ভাই ..... ছবি গুল দেখে ।

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

মাহিরাহি বলেছেন: নিশ্চয়ই ভালো লাগার কথা নয়।

২০| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৮

সোহাগ সকাল বলেছেন: ছবিগুলো খুবই বেদনাদায়ক। অনেক খারাপ লাগলো। বন্ধ হোক শিশুশ্রম।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

মাহিরাহি বলেছেন: বন্ধ হোক শিশুশ্রম।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

ইয়াছির মিশুক বলেছেন: অথচ প্রয়োজন বেশি দু মুঠো খাবারের

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

মাহিরাহি বলেছেন: তাই নয়কি!

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: কষ্টের ছবি, শিশুরা এতোটা কষ্ট করুক এটা আমরা চাইনা

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৭

মাহিরাহি বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.