![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
রক্তাক্ত, ভীত শিশুটি একটি অ্যাম্বুলেন্সের সিটে বসে নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে চমকে ওঠে।
সিরিয়ায় বিমান হামলা থেকে বেঁচে যাওয়া একটি শিশুকে উদ্ধারের পর তোলা ভিডিও এবং ছবিটি সারা বিশ্বকে হতবাক করলেও, আমাদের মুসলমানের বিব্রতবোধ করছি না।
এরজন্য কাউকে আদৌ দায়ী করা যায় কি!
সম্প্রতি আলেপ্পোয় বিমান হামলার পর একটি বিধ্বস্ত ভবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর তার ভিডিও আর ছবি প্রকাশ করে সিরিয়ার বিদ্রোহীরা।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: নির্বাক !!
১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মাহিরাহি বলেছেন: এই অতি আধুনিক পৃথিবীতেও শিশুরা নিরাপদ নয়।
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আধুনিকতাই তো যতো সর্বনাশের মূল। মানুষ যেন দিন দিন পশু হয়ে যাচ্ছে।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৫
মাহিরাহি বলেছেন: এখন তা মনে হতেই পারে।
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১
জাহেদ আহমেদ বলেছেন: আধুনিকতার হাওয়ায় গা ভাসিয়ে দিলে সুন্দর আর নিরাপদ
একটা পৃথিবীর জন্য কিন্তু হায় হায় এ কি হল।আজ চিন্তা করি আধুনিকতাই মানব জাতির জন্য এক মহা বিপদ হয়ে দাড়িয়েছে
৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২
মাহিরাহি বলেছেন: যদি আধুনিকতা = বস্তুতান্ত্রিক উন্নতি হয়,
তাহলে আধুনিকতা = আদর্শ/আধ্যাত্মিকতার অবনতি
৬| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ হৃদয় বিদারক পোস্টটির জন্য । যুদ্ধ যারা বাধিয়েছে সেই গোড়ার শয়তানগুলিকে জানাই ধিক্কার ।
শুভেচ্ছা রইল ।
৭| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
আমি আপনাকে বুঝানোর চেস্টা করলে আপনি বুঝবেন না বলেই আমার ধারণা: বাচ্ছাটি আরবদের গোত্রীয় শত্রুতার কারণে, সাথে সাথে ইসলামের সুন্নী, শিয়া, কুর্দি ও ওয়াহাবীদের জিঘাংসার শিকার।
৮| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
গোফরান চ.বি বলেছেন: রক্তাক্ত, ভীত শিশুটি একটি অ্যাম্বুলেন্সের সিটে বসে নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে চমকে ওঠে।
প্লিজ স্টপ কিলিং ইনোসেন্ট চাইল্ড, প্ল্যান্টস, বার্ডস, এন্ড এনিমল।
২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩
মাহিরাহি বলেছেন: ঠিক তাই।
৯| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: সরকার এবং বিদ্রোহী এরা কারা। সরকার ও বিদ্রোহীদের কারা সহায়তা করছে, এবং কেন ? বিশ্ব রাজনীতি এবং সিরিয়ার আভ্যন্তরীণ রাজনীতি আমাদের বোঝা মুশকিল। ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত মিডিয়া যা বলে তা-ই আমরা শুনি ও বুঝি। মধ্যপ্রাচ্যের ও বাহিরের দেশের সাধারণ মানুষ/মুসলমানেরা মানবতার পক্ষে কথা বলা, জনমত গড়ে তোলা এখন জরুরী।
১০| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮
মাহিরাহি বলেছেন: খুবই ভাল বলেছেন।
১১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৭
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই অবাক করে নি।। কারন গত পাচবছরের যুদ্ধে এমন অনেক শিশু প্রান দিয়েছে।। বরন করেছে আজীবনের পঙ্গুত্ব।। এখানের খেলোয়াররা আসলে খেলোয়ার নয়, দাবার গুটিমাত্র।। আসল খেলায়ারতো থাকে বোর্ডের পিছনে।।
২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
মাহিরাহি বলেছেন: তবুও ভাল সবাই স্বীকার করতে শুরু করেছে।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
মোঃ ইউনুস আলী বলেছেন: অবশ্যই খুবই মর্মাহত হয়েছি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
মাহিরাহি বলেছেন: আল্লাহ সবাইকে ভাল রাখুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
মাহিরাহি বলেছেন: http://www.bbc.com/bengali/news/2016/08/160818_syria_aleppo_injured_boy_draws_outrage