নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

মিয়ানমারে মুসলিম নিধন চলছে শান্তির প্রতীক সুচির প্রচ্ছন্ন সম্মতির মধ্য দিয়ে

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

দিনে ধোঁয়া, রাতে চিৎকার ও গুলির শব্দভার
ভারত হিন্দুদের জন্য চিন্তিত, আমরা মুসলমানদের জন্য নই কেন?
সীমান্তের ওপারে রাত হলেই শোনা যাচ্ছে গুলির শব্দ ও মানুষের চিৎকার। মুসলিম অধ্যুষিত এলাকা গুলোতে হেলিকপ্টার থেকে বোমা বা মর্টার সেল নিক্ষেপের মতো হামলার দৃশ্যও দেখা গেছে।’
সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ফিরিয়ে দিয়েছে নারী এবং শিশুদেরকেও।
‘গত এক সপ্তাহ ধরে মিয়ানমারের অভ্যন্তরে মুসলিম অধ্যুষিত বাড়ি ঘরে আগুন জ্বলার দৃশ্য ও হেলিকপ্টার থেকে বোমা ফেলার দৃশ্য দেখা যাচ্ছে।’

এরপরের বারের শান্তির নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য কে হতে পারে!
ট্রাম্প, মোদি কিংবা নেতিনিয়াহু

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

আসিক ইসলাম বলেছেন: কে আবার ... নেতিনিয়াহু ছাড়া আবার কে

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মনোয়ন দানের জন্য।

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

কানিজ রিনা বলেছেন: রোমে আগুন জলিতেছে তখন নীরো বাঁশি
বাজাঁইতেছে। মায়ামার আগুন জলিতেছে
আর এদিকে সুচী লুচী ভাজিতেছে হয়ত
ট্রাম্প আসিতে পারে। বিশ্বের মানবতা চোখে
অপারেশন হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০১

মাহিরাহি বলেছেন: নীরোরা শেষ পর্যন্ত ইতিহাস হয়ে যায়।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

মোহাম্মদ আলী হুসেন বলেছেন: পক্ষের আছি

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০১

মাহিরাহি বলেছেন: পক্ষের আছি !

৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১০

Mukto Mona বলেছেন: সব ফালতু মায়ানমারে কিছুই হয় নাই।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

মাহিরাহি বলেছেন: সূচির মিয়ানমার তার ভূখণ্ড থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নির্মূল করার জন্য বাংলাদেশে বিতাড়নের প্রক্রিয়া চালিয়েছে - জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এই অভিযোগ করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার McKissick বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি করে রোহিঙ্গাদের হত্যা করছে, শিশুদের জবাই করছে (আরেকটি খবর অনুযায়ী আগুনে ছুড়ে ফেলছে), নারীদের ধর্ষণ করছে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে (যদিও মিয়ানমার সরকারের দাবী রোহিংগারা নিজেরাই নিজেদের বাড়িঘড় পুড়িয়ে ফেলছে) এবং লুটপাট করছে। নিরূপায় এইসব মানুষ অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য নদী পার হয়ে বিশেষত রাতের অন্ধকারের বাংলাদেশে,প্রবেশের চেষ্টা চালাচ্ছে।



খবরের সূত্র: বিবিস

http://www.bbc.com/news/world-asia-38091816

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.