নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর কিছু ব্যতিক্রমধর্মী মসজিদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

মসজিদগুলো ব্যতিক্রমধর্মী



মালির মাটি দিয়ে তৈরি মসজিদ।



চিনের মসজিদ।




জার্মানির কলোনে অবস্থিত।



মালেশিয়া



সল্ট মসজিদ, পাকিস্তান



ভুপাল, ভারত





Marree Mosque, Australia
১৮৬১ সালে প্রতিষ্ঠিত।



রাশিয়া

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০

সাদা মনের মানুষ বলেছেন: অনেক সুন্দর মসজিদগুলো, ভালোলাগা জানিয়ে গেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর! ভাল লেগেছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

আলগা কপাল বলেছেন: খুব ভাল লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

হেট-ফেসবুক বলেছেন: খুব ভাল লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: অষ্ট্রেলিয়ার মসজিদটা কি বর্তমানেও এমন অবস্থায় আছে!!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

মাহিরাহি বলেছেন: মনে হয় তাই।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

কাবিল বলেছেন: Marree Mosque, Australia
ভাল লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

মাহিরাহি বলেছেন: ঐ মসজিদটি আমারও ভাল লেগেছে। নামাজ পড়তে পারলে খুবই ভাল লাগত।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোষ্ট এ ভাললাগা :)

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

শাহী মিলন বলেছেন: অস্ট্রেলিয়ার মসজিদটা দেখে বেশ কিছু সময় তাকিয়ে ছিলাম।


ধন্যবাদ, ভালো লেগেছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, আরো সুন্দর ছবির জন্য।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পৃথিবীর ব্যতিক্রমধর্মী কিছু মসজিদ ছবিতে দেখার সুযোগ করে দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত অদেখারে..... :)

দারুন সব মসজিদের ছবি শেয়ারে ধন্যবাদ :)

+++

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার শেয়ার । ভাল লেগেছে মসজিদগুলো দেখে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

ধ্রুবক আলো বলেছেন: পোষ্ট টা খুবই খুবই ভালো লাগলো.,,, ধন্যবাদ আপনাকে
অনেক কিছু জানতে পারলাম...

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

মাহিরাহি বলেছেন:

উপরের মসজিদটি মেক্সিকোতে।



কলম্বিয়া
উপরের মসজিদটি মেক্সিকোতে।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

কানিজ রিনা বলেছেন: প্রথমেই অসংখ্য ধন্যবাদ, অষ্ট্রেলিয়ায় চালা
ঘরের মসজিদটা দেওয়ার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টে ও কমেন্টে দেওয়া মসজিদের ছবিগুলো দেখে ভালো লাগলো। তবে অস্ট্রেলিয়ার মসজিদটির বেহাল অবস্থা কেন বুঝলাম না।

ধন্যবাদ মাহিরাহি।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

প্রামানিক বলেছেন: অষ্ট্রেলিয়ার মারী মসজিদ দেখে আশ্চার্যই হলাম দেড় শত বছরের পুরানো হলেও মেরামত ছাড়া এখনও টিকে আছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

মাহিরাহি বলেছেন: ঠিক তাই।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১

ইমরান আল হাদী বলেছেন: অনেক সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

আলোর পথে বিডি বলেছেন: অনেক সুন্দর মসজিদগুলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭

মাহমুদা হালিম বলেছেন: অনেক সুন্দর মসজিদগুলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ভুপালের এই মসজিদটাও দেখার মত

Taj-ul-Masajid (literally: “the crown of mosques”, also spelt as Taj-ul-Masaajid and Taj-ul-Masjid) is a mosque situated in Bhopal, India. The mosque is also used as a madrasah (Islamic school) during the day time.It is one of the largest mosque in asia.

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মাহিরাহি বলেছেন: আমার পোষ্টের ৬ নং ছবির মসজিদ আর আপনার Taj-ul-Masajid একই মসজিদ।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ঠিকই বলেছেন, এটা পোস্টে আছে তা দেখেছি আগেই । আসলে লিখতে চেয়েছিলাম ভুপালের এই মসজিদটি আমার পরিচিত । সাথে মসজিদটির একটু ছোট বিবরণ দেয়ার ইচ্ছে হওয়ায় ছবিটি দিয়ে দেই এখানে । পরে দেখলাম কথাটা একটু ব্যক্তিগত হয়ে যায় , তাই এত চিন্তা না করে এডিট করার সময় লিখে দিয়েছিলাম এই মসজিদটাও দেখার মত । সরি ফর দিস, আমার উল্লেখ করা প্রয়োজন ছিল যে এ মসজিদের ছবিটি এখানেও আছে। যাহোক, আশা করি এই ছবিটি আবার দেয়ায় পোস্টের কোন সৌন্দর্য হানী হবে বলে মনে হয়না । কারণ একই মসজিদে দিনে কমপক্ষে পাঁচবার তো যাওয়াই যায় ।
আবারো ধন্যবাদ মসজিদ নিয়ে সুন্দর পোস্ট দেয়ার জন্য ।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
খুব ভাল লাগল মসজিদের ছবিগুলো। শুভকামনা!

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.