![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
Pew Research Center হল পৃথিবী বিখ্যাত আমেরিকান "fact tank" যা কিনা সমাজ এবং মানুষের মতামতের বিভিন্ন তথ্য প্রমান করে।
তাদের মতে অন্য কোন ধর্মের চাইতে ইসলাম ধর্ম দ্রুত বৃদ্ধি পাবে। এবং এ ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ........
মুসলমিদের সংখ্যা খ্রিষ্টানদের সংখ্যার প্রায় সমান হবে।
যুক্তরাষ্ট্র কিংবা ফ্রান্সে নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পেলেও বিশ্বের মোট জনসংখ্যায় তাদের অনুপাতের হার কমে যাবে।
বিশ্বব্যাপী বৌদ্ধ জনসংখ্যা একই থাকবে হিন্দু ও ইহুদি জনগোষ্ঠী কিছুটা বৃদ্ধি পাবে।
ইউরোপের মোট জনসংখ্যার ১০% হবে মুসলিম।
সংখ্যয় সবচাইতে বেশি মুসলমানের দেশ হবে ভারত, ইন্দোনেশিয়ার পরিবর্তে।
যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা কমে গিয়ে ইসলাম হবে ২য় বৃহত্তম ধর্ম
প্রতি ১০ জন খ্রিষ্টানের ৪ জন বাস করবে সাব সাহারান আফ্রিকায়।
পিও রিসার্চ সেন্টার বয়সের পার্থক্য, জন্ম এবং মৃত্যুর হার, আন্তর্জাতিক অভিবাসন এবং ধর্মান্তরকে হিসাবে রেখে উপরোক্ত প্রজেকশন করেছে।
নাস্তিকদের আনুপাতিক হার কমে গিয়ে ১৩% হবে, যা কিনা এখন ১৬%।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
বর্ষন হোমস বলেছেন: হুম
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬
মাহিরাহি বলেছেন: এডগার এলান পোর গোয়েন্দা লোকটির নাম জানেন কি?
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫
মাহিরাহি বলেছেন: Dupin
Le Chevalier C. Auguste Dupin
পৃথিবীখ্যাত প্রথম গোয়েন্দা চরিত্র, এর পর শার্লক হোমস।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বুঝলাম।
সংখ্যা দিয়ে হবে কি?
কথায় আছে, ১ কোটি ইহুদি'র কাছে মার খাচ্ছে ১০০ কোটি মুসলমান।
সংংখ্যা কোন বিষয় না মূলত সে সময়ে যারা শিক্ষা, প্রযুক্তিতে আগায়া থাকবে তারাই পৃথিবী শাসন করবে।
মুসলমান বাড়বে এটা হল মনের শুখ। বাস্তবে তারা (মুসলমান) সে সময় আরো পিছিয়ে যাবে। এবং আরো মাইর খাবে
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭
মাহিরাহি বলেছেন: ভালো দিক হল, উন্নত বিশ্বে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে আবার অনেক মুসলিম দেশ উন্নত বিশ্বে পরিনত হবে, যেমন বাংলাদেশ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
বর্ষন হোমস বলেছেন: আর আপনি এডগার এলান পোর গোয়েন্দা কাহিনী পড়েছেন???দুটো মিলিয়ে দেখবেন।আকাশ পাতাল পার্থক্য।স্যার আর্থার কোনান ডয়েল প্রথম গল্পেই দুপ কে ধুয়ে দিয়েছে।
আর খ্যতির দিক দিয়েও শার্লক হোমস অনেকটাই এগিয়ে।
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭
মাহিরাহি বলেছেন: হ্যা শার্লক হোমস এগিয়ে।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
প্রশ্নবোধক (?) বলেছেন: @শাহাদাৎ হোসাইন, আপনার সাথে একমত। @লেখক, মুসলিম হওয়ার নুন্যতম যোগ্যতার ব্যাখ্যা দিলে মুসলিম সংখ্যা পৃ্থিবী সর্বাধিক কত হতে পারে?
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০
মাহিরাহি বলেছেন: আল্লাহ ভাল জানেন।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার মন্তব্যটা শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) দিয়ে দিয়েছেন । সংখ্যা আসলে কিছুই না যদি না তারা শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ না হয়!
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
মাহিরাহি বলেছেন: ব্রিকসের দুটো দেশেই মুসলমানদের সংখ্যা উল্লেখ্য যোগ্য ভারত আর রাশিয়া।
চিনেও মুসলমানদের সংখ্যা ৫ কোটির উপর।
আবার নেক্সট ইলেভেনের বেশিরভাগ দেশগুলোই মুসলিম দেশ।
ব্রিকস আর নেক্সট ইলেভেনের দেশগুলোই পৃথিবীর অর্থনীতি শাসন করবে।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি ,
সংখ্যা চিত্র ।
মান এর চিত্র নয় ।
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
মাহিরাহি বলেছেন: গোল্ডমান স্যাকস এর মতে ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিসর - নেক্সট ইলিভেনর এই দেশগুলোর ভারত চীন রাশিয়া ব্রাজিলের পাশাপাশি ২১ শতকে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবার সম্ভাবনা রয়েছে।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
"ব্রিকসের দুটো দেশেই মুসলমানদের সংখ্যা উল্লেখ্য যোগ্য ভারত আর রাশিয়া।
চিনেও মুসলমানদের সংখ্যা ৫ কোটির উপর।
আবার নেক্সট ইলেভেনের বেশিরভাগ দেশগুলোই মুসলিম দেশ।
ব্রিকস আর নেক্সট ইলেভেনের দেশগুলোই পৃথিবীর অর্থনীতি শাসন করবে"
যদি ভারতে ২০ কোটি মুসলমান থাকে তাহলে ১০০ কোটি আছে হিন্দু। বাকি এই ৩৪ বছরে কইজন মুসলমানের বাচ্ছা প্রসব করবে, আর কয়জন কনভাট হবে? তাতে আরো ১০ কোটি বাড়লেও মোট ৩০ কোটি হবে বড় জোড়, বিপরীতে হিন্দু হবে মিনিমাম ১৪০ কোটি। চীন, রাশিয়াতে একই অবস্হা হবে। এইবার ভাবুন আপনার থিউরি টিকবে কিনা! ভারত, চীন মুসল মানরা শাসন করবে। তবে কিছু জনসংখ্যা বাড়বে সেটি হল ঊত্তর আফ্রিকার কয়েকটি মুসলিম দেশে! যারা আজ পুস্টির অভাবে ভুখছে তারা আম্রেকান অতিরিক্ত পুস্টি ভক্ষন করে সন্তান পয়দা করতে বেশি সময় পাবেন। তবে ম নে রাখবেন এই ধ রনের গবেষনা আপনাদের মন খুশি করার জন্য করা হয়েছে। কে জন্ম গ্রহ ন ক রবে আর কে ম রবে এটা আল্লাহ পাক নিধারন ক রবেন। ভবিষ্যত আল্লাহ ই ভালো জানেন, মুমিন নয়।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০২
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: মুসলমানদের ঘরে বাচ্চাকাচ্চা বাড়ছে কিন্তু ইসলাম ধর্ম মেনে চলে এমন মানুষ কি বাড়ছে??
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২
মাহিরাহি বলেছেন: আল্লাহ ই ভালো জানেন
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই। পৃথিবীর জনসংখ্যাসহ অনেক কিছু বাড়বে। মুসলিম বিশ্বের হানাহানি বন্ধ হউক। ধৈর্য চাই। শান্তি চাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
"মুসলমিদের সংখ্যা খ্রিষ্টানদের সংখ্যার প্রায় সমান হবে। "
-বিশ্বের জন্য দু:সংবাদ; মুসলিম বাড়বে, অশিক্ষিত বাড়বে; শিয়া, সুন্নী, কুর্দি, ওয়াহাবী গৃহযুদ্ধ বাড়বে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১
মাহিরাহি বলেছেন: The Future of World Religions: Population Growth Projections, 2010-2050