![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
রোহিংগাদের এলান কুর্দি।
যারা সাইনে ছবিটিকে মিথ্যে জালিয়াতি বলে গলাবাজি করছিল তাদের চিনে রাখুন। এরা শুধুমাত্র মুসলমান নয় মানবতার শত্রু।
মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, একটা শিশু প্রতিও এরা কোন ধরনের মমত্ব প্রকাশ করতে চায় না।
The Rohingya Alan Kurdi': Will the world take notice now?
©somewhere in net ltd.