নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

আজ বিকেলে এই ছেলেটিকে ফার্মগেটে পাওয়া গিয়েছে।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৮

ছেলেটি শুধু নিজের নাম হাফিজ বলতে পারে।
ঠিকানা: (কিশোরগঞ্জ, তারকা) ছাড়া আর কিছু বলতে পারে না।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ওর পিতামাতার সন্ধান জানা থাকলে(৭৫,গ্রিনরোড,ফার্মগেট) এ দয়া করে যোগাযোগ করুন এবং পোস্টটি শেয়ার করুন

আজ বিকেলে এই ছেলেটিকে ফার্মগেটে পাওয়া গিয়েছে।




https://www.facebook.com/jerin.sarah/posts/1483930791693827

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

মোহাম্মদ বাসার বলেছেন: সরি!!

২| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

মানিজার বলেছেন: বিকাল হইবার তো ঢের বাকি আছে ।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মাহিরাহি বলেছেন: লিংকে গেলে বুঝতে পারবেন, পোস্টটি দেয়া হয়েছে ১১ জুলাইতে।

৩| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭

কানিজ রিনা বলেছেন: প্লীজ বাবা মায়ে সন্ধান না পাওয়া পর্যন্ত
এই ছোট ছেলেটিকে নিজের কাছে রাখুন।
গতকাল আমাদের এলাকার মসজিদ চট্রগ্রাম
মাইকিং করল মাদ্রাসার ছেলে হাড়ানো
গেছে খবর নিয়ে দেখি। ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মাহিরাহি বলেছেন: হারানো শিশুগুলোকে মা বাবার কাছে ফিরিয়ে দেয়ার সব প্রচেষ্টা চালানো উচিত।

হারানো শিশুগুলোর জন্য মা বাবার কষ্ট, পৃথিবীর সবচাইতে ভয়ানক কষ্টের একটি।

৪| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মানিজার বলেছেন: ছেলেটির কোন গতি হয়েছে ?

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৬

মাহিরাহি বলেছেন: দু:খিত জানিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.