![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
মোঃ ওমর ফারুক। ৬বছর বৎসর একটি ছেলে। গত ১২/০৭/২০১৭ইং তারিখে বেলা ১১ টার সময়,
কাজী পাড়া থেকে হারাইয়া গিয়েছে।
ছেলেটির পরনে ছিলো একটি চেক গেঞ্জি এবং হাফ প্যান্ট পড়া। ছেলেটি ঠিকমত কথা বলতে পারে না।
ঠিকানা হল বাসা-৪৫০, প্যারিস গলি, কাজী পাড়া,
মিরপুর, ঢাকা-১২১৬। ফোন নাম্বার : ০১৭১৫৩৪২২০৬,
০১৭৩৬৫৯৪৮৮২।
২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে.
ভালয় ভালয় ফিরে আসুক... মায়ের কোলে
ছবি সহ পোষ্ট দিন। ফেবুতে বেশি বেশি শেয়ার করান।
কারো চোখে পড়লে উপকার হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০০
রিএ্যাক্ট বিডি বলেছেন: আললাহ তাকে ভালো রাখুক