নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সার প্রয়োজন (জাপানি ক্লায়েন্ট)।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি, প্রায় ১০ বছর। জাপানি ভাষার অনুবাদক ছাড়াও জাপানি ভাষায় ডাটা এন্ট্রিরও কাজ করেছি অনেক।
আজকে একটি কাজের অফার পেলাম। ছবি এডিটিং এর কাজ। ছবি এডিটিং এ আমি সিদ্ধহস্ত নেই। ফোটোশপ বা এক্রোব্যাট ভাল জানেন এমন ফ্রিল্যান্সারের প্রয়োজন। জাপানি ভাষা জানার প্রয়োজন নেই। ক্লায়েন্টের সাথে যোগাযোগ আমিই করব। আগ্রহীদের জন্য অনুরোধ রইল অতিসত্বর যোগাযোগ করার।


এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যবহার করার আসল উদ্দেশ্য হল, সাইনে যে সকল প্রফেশনাল আছেন, বা ইতিমধ্যে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন, তাদেরকে জাপানি ক্লায়েন্টদের কাজ পেতে সহায়তা করা।

সাইনে ছাড়াও অন্য কোন যোগাযোগের মাধ্যম (আইটি সাইট ইত্যাদি) থাকলে দয়া করে তা জানাবেন।



জাপানি ভাষা শেখানোর জন্য একটি সাইট তৈরির পর্যায়ে আছে।

http://www.banguradeshu.com/

এই সাইটের মাধ্যমে জাপানি ভাষা শেখানো ছাড়াও জাপানি ক্লায়েন্টদের কাজ পেতে সহায়তা করার চিন্তাভাবনা আছে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল একটা লিখা পোস্ট দিয়েছে। আমি ইলেস্টটর সফ্টয়্যার দিয়ে ভাল ডিজাইন অর্থাত-কাপড়, চাদরের ফুল, নকশা, ডিজাইন করতে পারি। এটা দিয়ে আউটসোর্সিং করা সম্ভব কনিা জানাবেন। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

মাহিরাহি বলেছেন: দয়া করে আপনার সাথে যোগাযোগের মেইল বা স্কাইপে এড্রেস থাকলে দিবেন।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: [email protected] এই আইডিতে দয়া করে আপনার মেইল থেকে মেইল দিবেন যাতে করে কিছু ছবি পাঠাতে পারে। শুভ কামনা রইল।

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৮

amihasan বলেছেন: আমি এডোবি ফোটোসপ সি সি এর কাজ মুটামুটি পারি।
আগে upwork এ কিছুদিন কাজ করেছিলাম।নতুন অবস্থায় কাজ পাওয়া বেশ কঠিন তাই,
এখন তেমন করা হয় না।
আপুনি চাইলে আমি চেষ্টা করে দেখতে পারি।

যোগাযোগ: [email protected]
ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

মাহিরাহি বলেছেন: ৬টা ছবি এডিট করার জন্য ৩০০ টাকা পাবেন। এমন অনেক ছবি আছে।

দয়া করে অতিসত্বর যোগাযোগ করবেন কি।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০০

রেইড ইন স্কাই বলেছেন: আমি কাজ জানি, যদি পাওয়া যায় খুব উপকার হবে।

[email protected] যদি বিস্তারিত জানাতেন, ভাল হত।

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

নক্ষত্র নীড় বলেছেন: আপনার পোস্টটি খুব ভাল লাগলো।বাংলা ভাষায় এডিটিং-এর কাজ থাকলে,বলুন।খুশী হবো।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

মাহিরাহি বলেছেন: আপনি অন্য কোন বিষয়ে দক্ষ, জানালে ভাল হয়।

৬| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

কালো আগন্তুক বলেছেন: আমিও ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখি। আপনার কাছ থেকে পরামর্শ আশা করছি।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

মাহিরাহি বলেছেন: আপনি কোন বিষয়ে দক্ষ, জানালে ভাল হয়।

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

নক্ষত্র নীড় বলেছেন: মূলতঃ বাংলায় লেখালেখি।লেখালেখি বিষয়ক সম্পাদনা ও প্রকাশনা।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: দেশী ভাইদের জন্য একটা কাজের সুযোগ বাতলে দেয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.