নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচাইতে বড় নামাজের জামাত

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

ইন্দোনেশিয়ার একটি জামাতে প্রায় ৭০ লক্ষ লোক অংশগ্রহন করেছিল।

মিসরের এই জামাতে বলা হয়ে থাকে প্রায় ২০ লক্ষ লোক অংশগ্রহন করেছিল।

মস্কোর এই জামাত দেখলে মনেই হবে না এটি পুটিনের রাশিয়া, প্রায় ৫ লক্ষ লোক অংশগ্রহন করেছিল।

মরক্কোর একিট জামাতে কয়েক লক্ষ লোক অংশগ্রহন করেছিল।

ইংল্যান্ডের একটি জামাত দেখলে অবাক হবেন।

চীনের জামাতটি বিশাল।



ইন্দোনেশিয়ার এই জামাতে বলা হয়ে থাকে প্রায় ৭০ লক্ষ লোক অংশগ্রহন করেছিল।



মিসরের এই জামাতে বলা হয়ে থাকে প্রায় ২০ লক্ষ লোক অংশগ্রহন করেছিল।



মস্কোর এই জামাতে বলা হয়ে থাকে প্রায় ৫ লক্ষ লোক অংশগ্রহন করেছিল।



ইথিউপিয়ার এই জামাতে বলা হয়ে থাকে প্রায় কয়েক লক্ষ লোক অংশগ্রহন করেছিল।


মরক্কোর এই জামাতে কয়েক লক্ষ লোক অংশগ্রহন করেছিল।


ইংল্যান্ডের একটি জামাত


চীনের জামাত

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যতিক্রমী পোষ্ট

ঈদের শুভেচ্ছা জানবেন।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৭

মাহিরাহি বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.