![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
Toyota Premio গাড়ীর ছবি দরকার। ছবির জন্য অর্থ প্রদান করতে রাজী আছি।
কালকের মধ্যে দরকার।
জাপানি ভাযায় ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার সুবাদে, বিভিন্ন ধরনের কাজের অফার পেয়ে থাকি। একটি জাপানি প্রতিষ্ঠানে কাজ করছি, তাই খুব বেশি ব্যস্ত থাকতে হয়।
তাই এক্ষেত্রে অনেকেই আমাকে সহায়তা করতে পারেন।
আরেকটি সুসংবাদ দিয়ে রাখি। জাপানে ইন্টার্নশিপে লোকজন নেয়ার বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। যোগ্যতা হিসাবে দরকার, ১৬০ ঘন্টা জাপানি ভাষায় পড়াশুনা। বিভিন্ন খাতে, জাপানের প্রচুর জনবলের প্রয়োজন। চিনা এবং ভিয়েতানামিরা, জাপানিদের পছন্দনীয় হলেও, এদের দেশ উন্নতি করলে, তারা জাপানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই জাপান বাংলাদেশ বেছে নিয়েছে, সস্তা জনবলের যোগানদার হিসাবে।
এব্যপার আগামিতে আরও তথ্য প্রদানের আশা রাখি।
http://www.banguradeshu.com/
২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
মোঃরিফাত বলেছেন: [email protected]
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: এই রকম ছবি আমার নেই।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
মানিজার বলেছেন: আরিগাতোগোজাইমাছ
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫
মাহিরাহি বলেছেন: যারা আগ্রহী, দয়া করে ইমেইল এড্রেস দিয়েন।