![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
সস্তায় কম্বল কোথায় কিনতে পাওয়া যাবে?
আমি বাসাবোতে থাকি। তাই কাছাকাছি হলে ভাল হয়।
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
মাহিরাহি বলেছেন: ?
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বঙ্গবাজার, গুলিস্তান, বায়তুল মোকাররম পশ্চিম গেইট ঘুরে দেখতে পারেন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, দাম কত পরবে
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
প্রশ্নবোধক (?) বলেছেন: ইউটিউবে nabin vlog নামে একটা চ্যানেল আছে। ওখানে ঢু মেরে দেখে আসুন। সমস্ত বিস্তারিত পাবেন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: বাসাবো থেকে টেম্পুতে করে বঙ্গবাজার চলে যান। অথবা গুলিস্তান।
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
যোখার সারনায়েভ বলেছেন: সত্যিয়েই জানতে চান না মজা নেন?
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
মাহিরাহি বলেছেন: সত্যিই জানতে চাই, মজা নেয়ার কি আছে।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারওয়ান বাজারের কাচা বাজারে
আম্বরশাহ মসজিদের সা্থে
একটা বাজার আছে কম্বলের।
সস্তায় কিনতে পারবেন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩
জগতারন বলেছেন:
কী ভাই!
যাকাত দিবেন ?
নাকি দান করিবেন ?
সস্তা খুজেন যে (!)
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০
আমি ৎৎৎ বলেছেন: ভাই আমি যাত্রাবাড়ী থাকি।
বঙ্গবাজারে গিয়ে দোকানদারের সাথে যদি ভাল সম্পর্ক থাকে, তবে ভাল হয়।
ভাল থাকুন, সবসময়।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিদায় ২০১৮ আগমনী ২০১৯ কে স্বাগত। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
নজসু বলেছেন:
আশা করি ইতিমধ্যে পেয়ে গেছেন।
ভালো থাকবেন।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, কিনতে পেরেছি
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেরি হয়ে গিয়েছে, তাপরও জানা থাকুক। সস্তায় কম্বল আমাদের কাছে আছে ।
সাইজ: - ৫’-০০” বাই ৭’-০০”
উজন: - ৭০০-৮০০ গ্রাম
কাপড়: - সিনথেটিক
রঙ:- নীল, কালো, ধুষর
বাংলাদেশে তৈরি ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
এস এম ইসমাঈল বলেছেন: ক্য়টা কেনা হল দিদি? নিজের জন্য নাকি গিফট দেয়ার জন্য?
আমি গত সপ্তায় গাউসিয়া মারকেটের সামনের রাস্তা থেকে ৫০০ টাকায় ৩ টা কিনলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: