![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
মুসলিমদের তাদের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। গত ১৪ শ বছরে মুসলামদের বেশ কয়েকবার ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সেটি নিজেদের স্বেচ্ছাচারিতার জন্যই। কিন্তু আল্লাহ মুসলমানদের সহায় ছিলেন। হালেগু মক্কা শরীফ দখলের দু:সাহস দেখালেও তাকে পিছু হটতে হয়েছে তারই মুসলিম ধর্মে ধর্মান্তরিত আরেক ভাইয়ের আক্রমনে। মংগোলদের অনেক শাসক মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে ইসলামের বিস্তার ঘটিয়েছে মধ্য এশিয়া এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে। যাহোক আগামী কিছু বছরের মধ্যে পৃথিবীর অর্থনীতির নিয়ন্ত্রণ অনেকটাই মুসলিমদের হাতে চলে আসবে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৩২ টি শক্তিশালী অর্থনীতির তালিকা নীচে দেয়া হলে।
1. চীন - 58.499 ট্রিলিয়ন ডলার।
2. ভারত - $ 44.128 ট্রিলিয়ন।
3. মার্কিন যুক্তরাষ্ট্র - $ 34.102 ট্রিলিয়ন।
4. ইন্দোনেশিয়া - 10.50২ ট্রিলিয়ন ডলার।
5. ব্রাজিল - 7.540 ট্রিলিয়ন ডলার।
6. রাশিয়া - 7.131 ট্রিলিয়ন ডলার।
7. মেক্সিকো - $ 6.863 ট্রিলিয়ন।
8. জাপান - 6.779 ট্রিলিয়ন ডলার।
9. জার্মানি - $ 6.138 ট্রিলিয়ন।
10. যুক্তরাজ্য - $ 5.369 ট্রিলিয়ন।
11. তুরস্ক - $ 5.184 ট্রিলিয়ন ডলার।
12. ফ্রান্স - 4.705 ট্রিলিয়ন ডলার।
13. সৌদি আরব - 4.694 ট্রিলিয়ন ডলার।
14 নাইজেরিয়া - 4.348 ট্রিলিয়ন ডলার।
15. মিশর - 4.333 ট্রিলিয়ন ডলার।
16. পাকিস্তান - 4.236 ট্রিলিয়ন ডলার।
17. ইরান - 3.900 ট্রিলিয়ন ডলার।
18. দক্ষিণ কোরিয়া - $ 3.539 ট্রিলিয়ন।
19. ফিলিপাইন - 3.334 ট্রিলিয়ন ডলার।
20. ভিয়েতনাম - 3.176 ট্রিলিয়ন ডলার।
21. ইতালি - 3.115 ট্রিলিয়ন ডলার।
22. কানাডা - 3.1 ট্রিলিয়ন ডলার।
23. বাংলাদেশ - 3.064 ট্রিলিয়ন ডলার।
২4. মালয়েশিয়া - 2.815 ট্রিলিয়ন ডলার।
25. থাইল্যান্ড - 2.78২ ট্রিলিয়ন ডলার।
26. স্পেন - $ 2.732 ট্রিলিয়ন।
27. দক্ষিণ আফ্রিকা - $ 2.570 ট্রিলিয়ন ডলার।
28. অস্ট্রেলিয়া - $ 2.564 ট্রিলিয়ন ডলার।
২9. আর্জেন্টিনা - 2.365 ট্রিলিয়ন ডলার।
30. পোল্যান্ড - $ 2.103 ট্রিলিয়ন।
31. কলম্বিয়া - $ 2.074 ট্রিলিয়ন ডলার।
32. নেদারল্যান্ডস - $ 1.496 ট্রিলিয়ন।
https://www.independent.co.uk/news/business/these-will-be-the-32-most-powerful-economies-in-the-world-by-2050-a7587401.html?amp
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯
জগতারন বলেছেন:
মুসলিমদের এখন প্রয়োজন আত্মশুদ্ধির আর ধৈর্য ধারণ করার !
প্রবন্ধের শিরোনামটি খুবই সুন্দর।
আমি একজন যুক্তরাষ্ট প্রবাসি মুসলমান, আমি প্রতিনিয়ত হাড়ে হাড়ে টের পাই প্রবাসে মুসলমানরা কী রকম বেকায়দায় আছে।
প্রবন্ধটি আরেকটু বিস্তারিত হলে আমার মতো পাঠকের বুঝতে সুবিধা হতো।
পোষ্টটি প্রিয়তে রাখলাম ও লাইক দিলাম।
২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের একাল ও পরকাল সুখীময় করুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ