![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
পোপ ফ্রান্সিস সিরিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে শিশুদের মৃত্যুর জন্য ইউরোপ ও আমেরিকাকে দোষারোপ করেছেন, বলছেন ধনী পশ্চিমা দেশগুলি যুদ্ধ অঞ্চলগুলিতে অস্ত্র বিক্রি করে দ্বন্দ্ব উসকে দিয়েছে।
ফ্রান্সিস বলেন, বিশ্বজুড়ে এতবেশি যুদ্ধের কারণ হল "ধনী ইউরোপ এবং আমেরিকা অস্ত্র বিক্রি করা যা কিনা শিশু এবং মানুষ হত্যার জন্য ব্যবহৃত হচ্ছে।
তিনি আরো বলেন, এ অস্ত্র বিক্রি না করলে আফগানিস্তান, ইয়েমেন এবং সিরিয়া মত দেশে যুদ্ধ হত না।
তিনি বলেন, বিদেশীরা ইতালিতে সবচেয়ে বেশি অপরাধের উৎস নয় কারণ "আমাদের মধ্যেও প্রচুর অপরাধী আছে।
অভিবাসীরা আমাদের ধনসম্পদ এনেছে কারণ ইউরোপবাসী অভিবাসীদের দ্বারা তৈরি হয়েছে।
https://www.washingtonpost.com/national/religion/pope-blames-europe-us-for-selling-weapons-in-war-zones/2019/04/06/b3e38560-5871-11e9-aa83-504f086bf5d6_story.html?noredirect=on&utm_term=.3b0b1ab85125
২| ১১ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:২০
ডঃ এম এ আলী বলেছেন:
Independent এ Click This Link
প্রকাশিত নিম্মের সংবাদ বিবরনীটি পাঠ করলে পোষ্টের সকল কথা ভাল করে বুঝতে সুবিধা হবে ।
Pope Francis blames Europe and US for deaths of children in Syria, Yemen and Afghanistan
ধন্যাবদ পোপের মুল্যবান কথাগুলি তুলে ধরার জন্য ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি পড়ে কিছু বুঝতে পারি নি।