![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
“আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে মশীহ Passover এর আগে আসবেন, যেটি হবে আমাদের মুক্তির সময়। আমি নিশ্চিত যে মশীহ আসবেন তিনি আমাদের মুক্তি দিবেন বিশ্বের সকল সমস্যা থেকে”
গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিটজম্যান এই মন্তব্যটি করেছিলেন।
Israeli Health Minister's Cure for COVID-19? The Messiah
Messiah Will Come by Passover, Says Israel Health Minister
নিচের ভিডিওতে দেখা যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুকে ইহুদি মশীহের আগমনকে তাড়াতাড়ি করার নির্দেশ দেয়া হচ্ছে
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩
মাহিরাহি বলেছেন: বিজ্ঞানে সবচাইতে অগ্রসর একটি দেশের একমাত্র তরসা তাহলে এটিই!
২| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েলেও আপনার মতো ভাবনার লোকজন আছে কয়েকজন; বাংলাদেশে আপনার বন্ধুর সংখ্যা বেশী।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪
আমি সাজিদ বলেছেন: ইসরায়েল দেশের ইহুদি মনে প্রানে ওদের ধর্ম পালন করবে স্বাভাবিক। ওরা ইহুদি। যেমন আমরা বাংলাদেশের মুসলমান আমাদের ইসলাম ধর্ম পালন করবো। বিজ্ঞান কাউকে কারো ধর্ম পালন করতে মানা করে নি। করেছে? ধর্ম পালন করেই এই ইহুদি জাত আজকে টেকনোলজিতে বিশ্বের সেরা।
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৮
মাহিরাহি বলেছেন: ধর্ম পালন করেই আমরা টেকনোলজিতে বিশ্বের সেরা হব ইনশাল্লাহ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ওদের ধর্মীয় গ্রন্থটি হয়তো আমাদেরটি থেকে উন্নত।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: ধর্ম পালন করেই আমরা টেকনোলজিতে বিশ্বের সেরা হব ইনশাল্লাহ।
-আফগানিস্তান, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, সুদান বিশ্বের সেরা জাতিতে পরিণত হয়েছে; আপনাদের চেষ্টায় বাংলাদেশও ওদের সাথে যোগ দেবে!
৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭
আমি সাজিদ বলেছেন: ইসরায়েল হতে পারলে আমরা না কেন? ইরান ড্রোন বানাতে পারলে আমরা না কেন? টেকনোলজির সাথে ধর্মের কোন বিবাদ নাই। দুইটা আলাদা জিনিস। আগে আপনাকে ডিফাইন করতে হবে, আপনি টেকনোলজি বলতে কি বুঝেন। যেমন ধরেন, কোন গবেষকের ফার্মাকোজিনোমিক্স নিয়ে গবেষণা করতে হলে যে তাকে অধার্মিক হতে হবে, এমন যুক্তি তো হতেই পারে না তাই না?
০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৩
মাহিরাহি বলেছেন: ঠিক তাই।
৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: অসহায় এবং ধার্মিকদের চিন্তা এরকমই হয়।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
নীল আকাশ বলেছেন: হা হা হ। এটা নিরবেই হারিয়ে যাবে সোশাল মিডিয়া থেকে। অথচ ঠিক এই সমইয়ে এই ধরণের আল্লাহর উপর ভরসার কথা বলার জন্য অনেক হুজুর দৌড়ের উপর আছে। দেশের মানুষের দ্বীচারিতা দিন দিন প্রকট হয়ে উঠছে।
০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, কথাত সেটাই।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৫
মুজিব রহমান বলেছেন: এটাই একমাত্র ভরসা! আর কি করতে পারতো? কি করার সামর্থ্য আছে?