![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।
যেসব বাবা সন্তানদের ছেড়ে চিরতরে চলে গিয়েছেন, সেসব বাবারা কেমন আছেন?
‘এখন কি তিনি পরাজিত? কেউ দ্যাখেনা একলা মানুষ
চিলেকোঠার মতো তিনি আকাশ দ্যাখেন,বাতাস দ্যাখেন’
আর তাদের সন্তানেরা-
সন্তানেরা পাখিই শুধু, শুধুই পাখি-বাবারা জানেন।
পাখির গায়ের পালকসম বাবারা তাদের ঘিরে থাকেন, অহর্নিশি
বাবার দুঃখে সন্তানেরা সকালবেলার শিশিরগুলি চোখে মেখে রোজই কাঁদে !
বাবারা যখন চামেলি নাকি চাঁপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোঁপায়-
সেই চামেলি-চাঁপারা সব দিব্যি ফোটে থরে থরে, মায়ের খোঁপা শূন্য দেখে
সন্তানেরা কাঁদছে কেমন শিশির মেখে !
‘এখন কি তিনি পরাজিত? কেউ দ্যাখেনা একলা মানুষ
চিলেকোঠার মতো তিনি আকাশ দ্যাখেন,বাতাস দ্যাখেন’
বাবারা বুঝি ওপর থেকেও বুঝতে পারেন-
সকালবেলার শিশিরগুলি চোখে মেখে সন্তানেরা তাদের জন্য রোজই কাঁদে !
আবুল হাসানের এই কবিতা অনেকদিন খুজছিলাম পাপড়ি রহমানের জন্য আজ আবার দেখা পেলাম।
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: Sunday, June 16
Father's Day 2013
২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
ঘাসফুল বলেছেন: বাবা- মায়েরা কখনো পরাজিত হন না...
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: চিরদিন
৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: তসলিমা নাসরিন নিয়ে চটি লিখেছি প্রচুর হিট
আর বাবা নিয়ে লেখা পাঠক নাই।
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো পোস্ট।
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: মানব বাবা আদম (আ, বাংলাদেশীদের জাতির বাবা শেখ মুজিবর রহমান, আমার নিজের বাবা, বউ এর বাবা, খাজা বাবা, ভন্ড বাবা এবং নতুন সিটি কর্প এর নির্বাচিত বাবা'রা সহ সকল বাবাকে "বাবা দিবস" এর এই ঐতিহাসিক দিনে মনে পরছে (সারা বছর খবর নিয়েছি কিনা সন্দেহ)...
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১
শুঁটকি মাছ বলেছেন: আজকে কি বাবা দিবস?