![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে ভাবে ভাবি অনেকেই সেভাবে ভাবেন না আবার অনেকেই সে ভাবে ভাবেন এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা লেখা লেখি করি অনেকদিন সেই ৮২ সাল থেকে। অজারভারে লিখতাম খালেক স্যারের হাত ধরে। এরপর অনেক পত্রিকায় লিখেছি লিখছি হয়ত আরও লিখব।
১. ম্যাচের পর ম্যাচ রান না পেলেও ইন্ডিয়া দলে তিনি "ধনী"।
২. টানা সেঞ্চুরি মেরেও অস্ট্রেলিয়া দলে আছে বেচারা "ক্লার্ক"।
৩. পেশায় ক্রিকেটার হলেও ইংল্যান্ড দলে আছে একজন "কুক"।
৪. সচিবালয়ের ধারে কাছে না গিয়েও সাউথ-আফ্রিকা দলে আছে একজন "আমলা"।
৫. সেলাই না জানলেও জিম্বাবুয়ে দলে আছেন একজন "টেইলর"।
৬. রসিক না হলেও "রস" নিয়ে বসে আছে নিউজিল্যান্ড।
৭. খেলা ভালো না হলেও ওয়েস্টইন্ডিজ দলে আছেন একজন "বেস্ট"।
৮. সত্যি কথা বললেও পাকিস্তানে আছে নামকরা এক "গুল"।
৯. বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলেও শ্রীলংকা দলে আছেন একজন "কুমার"
১০. জীবিত থেকেও বাংলাদেশ দলে আছেন একজন "শাহাদাত্!"
আর কি কি আছে?
২| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:২১
বিদেশী গুপ্তচর বলেছেন: বুড়া না হয়েও ইন্ডিয়ান দলে আছে এক "প্রবীন"
মাথায় চুল থাকলেও ইন্ডিয়ান দলে ছিল এক "ন্যাড়া"
৪| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
৫| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
পেন্সিল চোর বলেছেন: +++++++++++
৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫২
দুরন্ত-পথিক বলেছেন: অনেক মজার পোষ্ট হয়েছে ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫
আহলান বলেছেন: গায়ে গন্ধ থাকলেও তিনি সৌরভ
রাস্তায় রাস্তায় না ঘুরলেও তিনি জন্টি রোডস