নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে হাবীব

দুর্ধর্ষ বেদুইন

যাহা বলিব সত্য বলিব।

দুর্ধর্ষ বেদুইন › বিস্তারিত পোস্টঃ

নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ

০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:২৩

নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ;

এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস।।

বোকামী ছাড়া এযে কিছুই না...

ওরা যে একই পাখির দুই ডানা।



ওরা ছিল মূর্তিপুজক, এরা মূর্তির পাহারাদার

ওরা ছিল দুর্নীতিবাজ, এরা খুনের সর্দার।

ওদের কোন ফারাক তো নাই

একই ভাতে পোষা বিলাই।।

আমেরিকা ভারত ওদের ঠিকানা...

ওরা যে একই পাখির দুই ডানা।



কেউবা লা-ইলাহা, কেউবা বিসমিল্লাহ

ইসলামের নামে আবার পাতে কেউ দাড়িপাল্লা।।

লাঙ্গলের ফালে আবার, ডিগবাজীর বইছে জোয়ার,

ইসলাম নয় এসব শুধুই বাহানা....

বোকামী ছাড়া এ যে কিছুই না।

ওরা একই পাখির দুই ডানা।



চোরে চোরে তালতো ভাই

ওদের কোন বিভেদ নাই।।

সময় থাকতে তোরা বুঝলিনা....

ওরা যে একই পাখির দুই ডানা।



নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ;

এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস।।

বোকামী ছাড়া এযে কিছুই না...

ওরা যে একই পাখির দুই ডানা।

মন্তব্য ২২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৩২

ইয়ুসরার বাবা বলেছেন: জটিল...যাকে বলে সেইরকম...এখন যদি দেখেন পাবলিক কোন কমেন্ট করছে না বা মাইনাস দিচ্ছে, তাহলে বুঝবেন সামু এদের দালালে পূর্ণ...এটা ওদের জন্য একটা পরীক্ষা!

০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৩৬

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: আপনিও জটিল বলেছেন!

২| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৩৭

টেকিবাবা বলেছেন: বাঁধাই করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখার মত কবিতা...যাকে বলে একদম সেইরকম। উত্তম ঝাঁঝা +++

০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৪৯

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: এটি কবিতা নয়, সদ্য প্রয়াত শিল্পী আইনুদ্দীন আল আজাদের একটি গান।
ঝাঁঝা তারই প্রাপ্য।

৩| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ
নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ
নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ
নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ
নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ


শিরোনামেই ডাবল প্লাস। সুপার ডুপার। সরাসরি প্রিয়তে।

৪| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৪০

বল্টু মিয়া বলেছেন: ল মামা একটা প্লাস ল।

৫| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৪২

আনিসুল ইসলাম বলেছেন: এটা-তো মরহুম আইনুদ্দীন আল আজাদের গান। শিল্পীর নাম দেয়া দরকার ছিল।

০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৫৩

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: হ্যা, এটি মরহুম আইনুদ্দীন আল আজাদের একটি গান। মূল পোষ্টেই শিল্পীর নাম দেয়া দরকার ছিল। তাড়াহুড়ার কারনে দেয়া হয়নি।
ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৪৮

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আহা !! সারা দিনের কান্তি ভুলে একখানা চরম আনন্দের বিষয় পেলাম । কাচ্চি বিরিয়ানির শুভেচ্ছা ।

০২ রা আগস্ট, ২০১০ রাত ১:০৮

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৭| ০২ রা আগস্ট, ২০১০ রাত ১২:৩৩

হাম্বা বলেছেন: ও রে আল্লা রে

সরাসরি মাউস তারকাতে

৮| ০২ রা আগস্ট, ২০১০ রাত ১২:৩৪

হাম্বা বলেছেন: আইনুদ্দীন আল আজাদ মারা গেলেন কবে??


আগে তার কথা ভাল লাগত

০২ রা আগস্ট, ২০১০ রাত ১২:৫৮

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: গত ১৮ই জুন বেলা ঈশ্বরদী-লালপুর মহাসড়কে নাটোরের লালপুরে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ আইনুদ্দিন আল আজাদ নিহত হন।

তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুক্রবার সকালে প্রাইভেট কারে ঢাকা থেকে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক হয়ে রাজশাহী যাচ্ছিলেন।

গাড়িটি পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়।

গুরুতর আহতাবস্থায় আইনুদ্দিন আল আজাদকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তিনি সাংস্কৃতিক সংগঠন 'কলরব'র প্রধান পরিচালক এবং 'সুরকেন্দ্রে'র ব্যবস্থাপনা পরিচালক। দামামা, অবগাহন, যদি, বদলে যাবে এই দিন, অচিন পাখী, বন্ধু, তাইতো, কবর পথের যাত্রীসহ তার প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে অন্যতম।

৯| ০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২০

রাজসোহান বলেছেন: প্লাস +

১০| ০৪ ঠা আগস্ট, ২০১০ ভোর ৫:৫৮

ঢাকাইয়া টোকাই বলেছেন: ব্যাফক কেরামতি পোস্ট.........

সামুতে পরা আমার বেস্ট কবিতা এবং পোস্ট.......

প্লাস , প্রিয়তে এবং লিংকে সংযোজন

এরকম আরো চাই

টোকাই খুশ হুয়া।

০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৮

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: আসছে আরো, সাথে থাকুন...

১১| ১২ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৩

পুন্ডরীকাক্ষ পুরোকায়স্থ বলেছেন: দারুণ হয়েচে দাদা!!!

১২| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২০

মহসিন৭১ বলেছেন: ভালো লেগেছে। তবে এই দুই সাপের পিছনে বাংলাদেশের ৮০ ভাগ মানুষ । তাই জনগণের মতামতকে উপেক্ষা করা কঠিন।

১৩| ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৪

মুভি পাগল বলেছেন: ভাল্লাগছে কবিতাটা।

আপনে লিখছেন
?

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯

সপ্নীল বলেছেন: টেকিবাবা বলেছেন: বাঁধাই করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখার মত কবিতা...যাকে বলে একদম সেইরকম। উত্তম ঝাঁঝা +++

লেখক বলেছেন: এটি কবিতা নয়, সদ্য প্রয়াত শিল্পী আইনুদ্দীন আল আজাদের একটি গান।
ঝাঁঝা তারই প্রাপ্য।

হুমমমমমমমমম.....একজন ওজা দরকার দেশটার, এই দুই নেত্রীর বিষ নামানোর লাইগা।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪২

প্রতািরত বলেছেন: বেটাগোলাম আজমের পুত ইবলিশের বাচ্চা ইবলিশ।

১৬| ১৫ ই মে, ২০১১ ভোর ৪:১৭

জড়োহাওয়া বলেছেন: সরাসরি প্রিয়তে । ++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.