নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
একটি হাইপোগ্লাইসেমিক , ইশকেমিক উদ্ভট চিন্তা গতকাল থেকে মাথায় ঘুরাঘুরি করছে। তাই লিখেই ফেললাম। এই মুহূর্তে আমার মৃত্যু হলে কি প্রতিক্রিয়া হতে পারে : বাবার বয়স অনেক হয়ে গেছে। তিনি একমাত্র এবং শুধুই একমাত্র ছেলেকে হারিয়ে শোকে আর্তনাদ করতে করতে হার্ট এটাকে মারা যেতে পারেন। মা বার বার মূর্ছা যাবেন আর গগনস্পর্শী আর্তনাদ করতে থাকবেন। তিনি জীবনস্মৃত হয়ে বেঁচে থাকবেন। আমার হাইস্কুলে একদিনের শোক ঘোষণা করা হতে পারে। আমার স্কুলের বন্ধুরা একটা শোকসভার আয়োজন করতে পারে। স্কুলের পক্ষ থেকে একটা শোক রেলির আয়োজন করা হতে পারে। স্কুল এবং গ্রাম থেকে মেশকাত স্মৃতি ক্রিড়া টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে। গ্রামের ক্লাবের নাম মেশকাত স্মৃতি ক্লাব হতে পারে। আমার মূল ফ্রেন্ড সার্কেল নান্দিনার বন্ধুরা ' প্রাণপ্রিয় বন্ধু মেশকাতের অকাল প্রয়াণে আমরা শোকাহত- এসএসসি ২০০২ ব্যাচ' এই মর্মে একটা বিশাল আকৃতির ব্যানার হতে পারে। প্রথম ঈদে একটা কাংগালী ভোজ এবং পরবর্তী ঈদগুলোতে বন্ধুরা মিলাদ মাহফিলের আয়োজন হতে পারে। জামালপুর স্বাচিপ এবং বিএমএ থেকে ' আমরা শোকাহত' এই মর্মে ব্যানার , ফেস্টুন হতে পারে। কেন্দ্রীয় বিএমএ, স্বাচিপ থেকে কি হতে পারে বলতে পারছিনা। ঢাকায় থাকা সিনিয়র, ফ্রেন্ড আর জুনিয়রদের পক্ষ থেকে শোকসভা হতে পারে। শেবাচিম ছাত্রলীগ আর ক্লাবগুলো বিশেষ করে রেডক্রিস্টেটের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন হতে পারে। একাডেমিক কাউন্সিলে মিটিং করে একটা শোক প্রস্তাব আর যেকোন একটা গ্যালারির নাম আমার নামে করার প্রস্তাব পাশ হতে পারে। ফেসবুক আমার বন্ধুদের এলিজি নির্ভর লেখায় ভরে উঠতে পারে। অনেক হয়ে গেল। এই লেখার পর আমার বন্ধুদের কিছু অদ্ভুত কমেন্ট আসবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত পোষণ করছি।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২
রাশেদ রাহাত বলেছেন: চরম সত্য হচ্ছে..."আপনারি কোন বন্ধু অন্য বন্ধুদের আড্ডায় চুরুট টানতে টানতে বলবে "হালায় একটা মালই আছিলো"।