নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

রক্তের আবেগ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৪

মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রাণের নেত্রী বংগবন্ধু তনয়া শেখ হাসিনা তার একমাত্র কন্যার বিয়ে দিয়েছেন একজন রাজাকার এবং কুখ্যাত যুদ্ধপরাধীর ছেলের সাথে। আমি নিরব ছিলাম। কখনোই বলিনি। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবার মুখ থেকে প্রথম শুনেছিলাম। ভেবেছিলাম বাবা মিথ্যা বলছেন। সেটা আজ থেকে আঠারো বছর আগের কথা। পরে তার কথার সত্যতা পাই। তিনি তার বেয়াইকে মিনিস্টার বানিয়েছেন। নুরু মওলানা, নদভী, মখার কথা বাদই দিলাম। রাজাকার সন্তানদের মন্ত্রী বানিয়েছেন তাও বাদ দিলাম। আমি আমার ভোটটা আওয়ামীলীগেই দিব কারণ আমি বেঈমান নই। আমি একটা আওয়ামীলীগের একটি পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত। এসব প্যাচাল থাক। আমার চাচাত ভাই যে আমার নিজের সহোদর ভাইয়ের মত স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাকে হুমকি দিয়েছে বেশি রাজনীতি করলে গুম করে দিবে বা ক্রসফায়ারে দিবে। সব হিসাব সবদিকে আর রক্তের হিসাব আরেকদিকে। রক্তের হিসাবে কোন ছাড় নেই। আজ পর্যন্ত কেউই দেয়নি। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কেউ রাজাকার বা যুদ্ধপরাধী পর্যন্ত বিবেচনা করেনি। আমি বলে দিয়েছি আমার ভাইয়ের যদি কিছু হয় তবে নির্মমতম প্রতিশোধ গ্রহণ করবো। একফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত এদের বাংলার মাটি থেকে উচ্ছেদের সংকল্প গ্রহণ করবো।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৯

রানার ব্লগ বলেছেন: আপনার চাচাত ভাই যে হুমকি শুনেছে একি হুমকি বিএনপি জিতলে আপনার চাচাত ভাই দিবে। নিশ্চিত থাকুন। বিশ্বাস হচ্ছে না ? অপেক্ষা করুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: বিএনপি জিতলে দিবে কিনা সেটা বলতে পারবোনা কারণ সে অস্তিত্বের হুমকি পেয়ে গেছে। কিন্তু আজ রাজনীতির সমীকরণ উলটো থাকলে সে কোনদিনও নিজে থেকে কাউকে এই হুমকি দিতোনা সেটা আমি শতভাগ বলতে পারি।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বলে দিয়েছি আমার ভাইয়ের যদি কিছু হয় তবে নির্মমতম প্রতিশোধ গ্রহণ করবো।
একফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত এদের বাংলার মাটি থেকে উচ্ছেদের সংকল্প গ্রহণ করবো।

.......................................................................................................................
প্রতিহিংসার রাজনীতি কোন কল্যাণ আনেনা।
যথাযথ ভাবে থানায় ডাইরী করুন এবং কোন প্রমান থাকলে
কোর্টের আশ্রয় নিতে পারেন ।
নির্বাচনে যে এলাকায় যার জোর বেশী সে সেখানে যেতার জন্য হুকমি দেয়
এটাই আমাদের নোংরা রাজনীতি । ক্ষেত্র বিশেষ বি.এন.পি ও এমনটা করে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই গ্রামে পাড়া প্রতিবেশী। বিয়ে শাদীতে চলাফেরায় সব সময় উঠা বসা। অথচ আজ একজন আরেকজনকে মারছে, হুমকি দিচ্ছে, ঘর ভাঙছে, অপমান করছে - শুধু বিপক্ষ দল সমর্থন করার জন্য। এরই নাম রাজনীতি?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

প্রজ্জলিত মেশকাত বলেছেন: এর নামই এখন রাজনীতি হয়ে গেছে।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: শান্ত থাকুন। সব ঠিক হয়ে যাবে।
রাজনীতি করা বাদ দিলেই ও হয়।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সেটাই প্রত্যাশা করি প্রিয় ব্লগার। সবকিছু কক্ষপথে ফিরে আসুক।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

ঢাবিয়ান বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে খেলামেলা করবেন না। এটা বিশেষ দলের সংরক্ষিত সম্পত্তি। এই দলের সাথে যারা সংযুক্ত তারা সবাই মুক্তিযোদ্ধা এবং এর বিপক্ষে যাদের অবস্থান তারা সবাই রাজাকার, জামাত শিবির !!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: তাইতো দেখছি সহযোদ্ধা।।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

নজসু বলেছেন:



এখন আপনার বয়স সম্ভবত ৩০।
ঠিক? :-B

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: কেন ভাই!!! রক্ত গরম দেখে :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.