নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
অনেকদিন পর ফেসবুকে পদচারণ। বিচারহীনতা আর কিছু ফ্রাঙ্কেনস্টাইন এর অবাধ বিচরণ আমার সোনার বাংলাকে ব্ল্যাক মাম্বার অভয়ারণ্য আর প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গেছে। সাবেক এসএসএফ সদস্য মেজর সিনহাকে হত্যার মাধ্যমে প্রমাণ করে দিলো এদেশ ১৫কোটির মধ্যে কিছু পলিটিক্যাল জারজ হুলিগান ছাড়া একজন নাগরিকের জন্যেও নিরাপদ নয়। আর স্টালিনের রাশিয়ার চেয়েও অস্তিত্ব সংকটে প্রতিটি নাগরিক। জারজ, ভয়ংকরতম বিষধর মামবা, সাম্প্রদায়িক বিভাজনের প্রতিভূ, ওসি প্রদীপ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কয়েকশো মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। তাকে আবার ব্যর্থ রাষ্ট্র সর্বোচ্চ পদক পর্যন্ত দিয়েছে। একটা রাষ্ট্র ব্যবস্থা কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব??!!এর পেছনে গভীর ষড়যন্ত্র অবশ্যই রয়েছে। সামান্য ওসির পক্ষে এধরণের কাজ কোনদিন কোনভাবেই সম্ভব নয়। কিন্তু সামান্য মেট্রিক পাশ ওসির পক্ষে কোনদিন ইতিহাস জানা সম্ভব নয়। ওতো শুধু খুন করাই শিখেছে।
৩০০০-৩৫০০ বছরের প্রাচীনতম সভ্য রাষ্ট্র থেকে আজ অবধি কাউকে মোল হিসেবে ব্যবহার করে বাঁচিয়ে রাখা হয়নি। প্রদীপের ফাঁসি তখনই নিশ্চিত হয়ে গেছে, যখন সে গুলির নির্দেশ দিয়েছে। জারজ, অমানুষ, সাম্প্রদায়িক, নিকৃষ্টতম, বিষাক্ততম ব্ল্যাক মাম্বাটি মৃত্যু নিশ্চিতের জন্য লাশটিকে মুখে, বুকে, পেটে লাত্থিয়েছে। এটা সমগ্র মানবজাতির বিরুদ্ধে অপরাধ। ওকে হাজারবার ফাঁসি দিলেও ওর পাপমোচন হবেনা। দুইপায়ে উটবেঁধে হাজারবার দ্বিখন্ডিত করে হত্যা করলেও ওর পাপমোচন হবেনা। ওসি প্রদীপ আমার প্রাণের সেকুলার, উদারনৈতিক জনগণের রাষ্ট্রে সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ।
যাদের সামান্যতম সামরিক জ্ঞান আছে তারা বুঝবেন, একজন তরুণ সাবেক মেজর(স্বেচ্ছা অবসর, বয়স-৩৬) এসএসএফ সদস্য লাইসেন্সড অস্ত্র বের করলে একটা পুলিশ জীবিত থাকতোনা। দশ বুলেটের ম্যাকজিন শেষ করতে রিকয়েলসহ সর্বোচ্চ ৬-৭ সেকেন্ড সময় লাগতো। এর মধ্যে পুলিশ সেফটি লকই ছাড়াতে পারতোনা। তার আগেই জাহান্নামে চলে যেত। রক্তের ঋণ বৃথা যায়না। একুশে আগস্ট বৃথা যায়নি। স্ট্যালিনের মৃত্যুর পর তার Legacy বিলীন হয়ে গেছে। শুধু বিধাতাই জানেন সামনে কি বিরাজ করছে।
#JusticeforBrutalKillingofMajorSinhainBDbytinypettypolice
#StopExtrajudicialKillingsinBD
#StopFrankenstains
#RetunOurRightsForNaturalDeathsOfBDCitizens
#StopAtrocitiesInBD
#MuzzleMeNot
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৫
প্রজ্জলিত মেশকাত বলেছেন: রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোক এখানে জড়িত।।
২| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে যে ছবি দিয়েছেন, সেটা দেখেই ভয় পেয়েছি। খুব ভয় পেয়েছি।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৫
প্রজ্জলিত মেশকাত বলেছেন: নমস্তে গুরু।।
৩| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:৫২
অনল চৌধুরী বলেছেন: বারবার ষ্ট্যালিন ষ্ট্যালিন করে তার দুর্ণাম করছেন, কতোটা জানেন তার সম্পর্কে?
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সম্মানসহ বলছি চৌধুরী স্যার; আমার মনে হয়না আপনার চেয়ে খুব একটা কম জানি। কমিউনিজম বা সমাজতন্ত্রের সাথে যদি আপনি ব্যাক্তি স্ট্যালিনকে গুলিয়ে ফেলেন তাহলে আপনার জন্যে একরাশ করুণা রইলো। আমি কমিউনিজম বা সমাজতন্ত্র সম্পর্কে কোন খারাপ বা ভুল ধারণা আমি পোষণ করিনা। আমি কোনদিন লেলিনকে খারাপ বলিনি। লেলিনকে আমি দেবতার আসনে বসিয়ে রাখি।
৪| ০৭ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৩৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ওসির এরকম বেপোরয়া আচরণ, খুন ও চাঁদাবাজির পিছনে কোনো উর্ধতন ও রাজনৈতিক প্রভাবশালী চক্রের হাত না থাকলে সে এতো বেপোরয়া ও দুঃসাহসী হতে পারতো না। নিরপেক্ষ তদন্ত না হলে রাঘব বোয়ালগুলো ধরাছোয়ার বাইরেই থেকে যাবে। । ক্রস ফায়ারে নিহতদের স্বজনরা প্রত্যেকটি ক্রস ফায়ারের জন্য মামলা করে দেখতে পারেন। চেষ্টা করতে দোষ কি ?
আপনি অতি নিম্ন শ্রেণীর মধ্যযুগীয় বাংলাদেশী বর্বর শাসনকে তুলনা করে স্তালিন ও সোভিয়েত জনগণকে চরম অপমান করেছেন। বাংলাদেশে প্রশাসনকে রাজনীতিকরণ করার পরিনাম কি হয়েছে তা ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩১
প্রজ্জলিত মেশকাত বলেছেন: মিঃ বিশুদ্ধ, আমি সোভিয়েত রাশিয়ার বা তার জনগণের কথা বলিনি। আমি শুধুই ঘৃণিত স্টালিনের কথা বলেছি। লেলিনকে আমি কমরেড হিসেবে লাল সালাম দেই সবসময়।
৫| ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৩০০০-৩৫০০ বছরের প্রাচীনতম সভ্য রাষ্ট্র থেকে আজ অবধি কাউকে মোল হিসেবে ব্যবহার করে বাঁচিয়ে রাখা হয়নি। প্রদীপের ফাঁসি তখনই নিশ্চিত হয়ে গেছে, যখন সে গুলির নির্দেশ দিয়েছে।
জারজ, অমানুষ, সাম্প্রদায়িক, নিকৃষ্টতম, বিষাক্ততম ব্ল্যাক মাম্বাটি মৃত্যু নিশ্চিতের জন্য লাশটিকে মুখে, বুকে, পেটে লাত্থিয়েছে। এটা সমগ্র মানবজাতির বিরুদ্ধে অপরাধ।
ওকে হাজারবার ফাঁসি দিলেও ওর পাপমোচন হবেনা। দুইপায়ে উটবেঁধে হাজারবার দ্বিখন্ডিত করে হত্যা করলেও ওর পাপমোচন হবেনা। ওসি প্রদীপ আমার প্রাণের সেকুলার, উদারনৈতিক জনগণের রাষ্ট্রে সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ।
রক্তের ঋণ বৃথা যায়না। একুশে আগস্ট বৃথা যায়নি। স্ট্যালিনের মৃত্যুর পর তার Legacy বিলীন হয়ে গেছে।
সহমত।
শুধু বিধাতাই জানেন সামনে কি বিরাজ করছে।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ গুরু।
৬| ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৩
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: অসম্ভব সুন্দর লেখা । জানিনা আরও কত ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে আমাদের!
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা কাকতাড়ুয়া।।
৭| ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৩
শেরজা তপন বলেছেন: বিষয়টা নিয়ে এমনিতেই আমি ভীষন আতঙ্কিত! তারপরে আপনার ছবিটা আরো ভয় বাড়িয়ে দিল।
জানি ভয়াবহ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন; কিন্তু আপনি বিজ্ঞ- পুরনো ব্লগার। পোষ্টে ছবি ব্যাবহারে আরেকটু নমনীয় হবেন বলে আশা রাখছি।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৪
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ দাদা। কিন্তু রাষ্ট্রের এই অবস্থায়, আমি এর চেয়ে ভালো ছবি খুঁজে পেলামনা।
৮| ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: পুলিশ বাহিনী পচে গেছে অনেক আগেই। এটাকে নতুন করে গঠন করতে হবে। আমার এক আত্মীয়ের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে পুলিশে চাকরী করে। আমার কাছে পরামর্শ করেছে। আমি পুলিশ শুনে তাকে না আগানোর কথা বললাম। পুলিশে অবশ্যই কিছু ভালো মানুষ আছে। কিন্তু এদের শতকরা হার খুব কম। কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্যে কথাগুলি বলি নাই। দেশে পুলিশের ইমেজ এরকমই।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৫
প্রজ্জলিত মেশকাত বলেছেন: আমি শুধু পুলিশকে দোষ দিবোনা। এর জন্যে দ্বায়ী ঘূণে খাওয়া, পঁচে যাওয়া রাষ্ট্রব্যবস্থা। ধন্যবাদ চুয়াত্তর।
৯| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৫
অনল চৌধুরী বলেছেন: সমাজতন্ত্র,সোভিয়েত জনগণ,লেনিন,ষ্ট্যালিন-কেউই সমালোচনার উর্দ্ধে না। লেলিনকে দেবতা মানতেও কেউ বাধ্য না।এরকম ভাবলে জঙ্গী আর জ্ঞানীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্ত সব মন্তব্য হতে হবে যুক্তি,তথ্য এবং ঐতিহাসিক সত্যনির্ভর।
পৃথিবীতে হিটলার,মুসোরিনী,মার্কোসস,সুহার্তো,মবুতু ইয়াহিয়ার আর সন্ত্রাসী এ্যামেরিকার অসংখ্য অপরাধী রাষ্ট্রপতি থাকার পরও কামালউদ্দিন নীলুর মতো শুধু ষ্ট্যালিনকে হেয় করা মানসিক বিকৃতি ছাড়া আর কিছু না।
ষ্ট্যালিন সম্পর্কে অভিযোগ থোকলে এখানে লেখেন,এই ব্লগে অনেক সমাজতান্ত্রিক নেতা এবং কর্মী ও গবেষক আছেন।তারা এসবের উত্তর দেবেন। পাঠকরাও সত্য জানতে পারবেন।
কিন্ত কোনো তথ্য -প্রমাণ ছাড়া এরকম উস্কানীমূলক বক্তব্য মানহানিকর অপরাধ।
০৮ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৭
প্রজ্জলিত মেশকাত বলেছেন: স্ট্যালিন কমপক্ষে ১০ মিলিয়ন রুশ হত্যা করেছে।
১০| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৭
অনল চৌধুরী বলেছেন: তাই নাকি !!!
এতো বড় দাবীর পক্ষে সূত্র দেন। তাহলে আপনাকে এ্যামেরিকা -পশ্চিম ইউরোপ পিএইচডি ডিগ্রিও দিতে পারে।
সাবেক সোভিয়েত ইউনিয়নে রাশিয়া ছাড়াও আরো ১৪ টা প্রজাতন্ত্র ছিলো।সেখানকার কোনো লোক না মেরে শুধু রাশিয়ান মেরেছে !!!
০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৬
প্রজ্জলিত মেশকাত বলেছেন: স্যার আমি তর্কে বিশ্বাসী না। নিজেকে জাহির করার প্রবণতাও আমার নেই। I trust on clarity only. Data, belief system are fake to me; Especially the belief system; And any kinda extremism based on race, religion, cast, creed, nationalism, any kinda doctrine or whatever leading to human sufferings is negative to me. I used the term negative; Not even hatred or heinous..
০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৭
প্রজ্জলিত মেশকাত বলেছেন: If u r hurt, I'm sorry for that too.. Redeem me from ur resentment...
০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩০
প্রজ্জলিত মেশকাত বলেছেন: And finally I'm compelled to say that I'm open to everything but attached to nothing; Not even my forefathers or my education or job; Not any kinda material possession..
১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৭
প্রজ্জলিত মেশকাত বলেছেন: "সাবেক সোভিয়েত ইউনিয়নে রাশিয়া ছাড়াও আরো ১৪ টা প্রজাতন্ত্র ছিলো।সেখানকার কোনো লোক না মেরে শুধু রাশিয়ান মেরেছে !!!" প্রজাতন্ত্র ১৪ টা ছিলো। কিন্তু সবাইতো রুশ ফেডারেশনেরই, তাইনা? আমিতো রুশ বলতে চর্মের রঙ বা রেস, কাস্ট, ক্রিড হিসেবে রাশিয়ান বলিনি। আমি ফেডারেশনের সবার কথা বলেছি।
১১| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৭
অনল চৌধুরী বলেছেন: You stayed far away from the topic.
১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০১
প্রজ্জলিত মেশকাত বলেছেন: কথা সত্য। কিন্তু সবচেয়ে বড় সত্য আমি যুক্তি, তর্ক, রেফারেন্স এসবে জড়াতে চাইনা। আপনার বিশ্বাস নামক কলটি আপনার। আর আমার ক্ল্যারিটি আমার কাছে। পেশায় অর্থোপেডিক চিকিৎসক হলেও সাইকোলজির সবগুলো শাখায় বিচরণ করেছি। আমি আমার কোন লেখায় আমার প্রফেশন সম্পর্কে লিখিনি। দেশের ৯০ ভাগ মানুষ, এমনকি কমপক্ষে ৮৫ ভাগ চিকিৎসক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতারণা, মানুষ ঠকানো এবং দূর্নীতির সাথে জড়িত; সেখানে আমি মাথা উঁচু করে বলতে পারি, বউকে একটা সামান্য ডায়মন্ডের গয়না না দিতে পেরে যন্ত্রণার মধ্যে পড়েও শত সুযোগ থাকা স্বত্ত্বেও ১ ভাগ দূর্নীতির সাথে জড়ায়নি। একটাকার দালাল নির্ভর প্র্যাকটিস করিনি, করবোনা, যেটা ৮০ ভাগ চিকিৎসকই তথাকথিত বাধ্য হয়ে করে থাকে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির সাথে জড়ানোর সুযোগ থাকা স্বত্ত্বেও জড়ায়নি। কোটি কোটি টাকা থাকতো। এখন কিছু লাখ টাকা আছে। আমি মোটিভেশনের ক্রাইটেরিয়া জানি। আমি আপনাকে সুস্পষ্ট রেফারেন্স দিলেও আপনি মোটিভেটেড হবেননা। আর আমি বা আপনি ধর্মে বিশ্বাসী কাউকে সুস্পষ্টভাবে ধর্মের মিথ্যাগুলো, অসারতা দেখিয়ে দিলেও তাকে বিশ্বাস থেকে সরাতে পারবেন না। সে আমার বা আপনার যুক্তি খন্ডাতে পারবেনা। কিন্তু দিনশেষে সে তার পূর্বপূরুষের বিশ্বাস নিয়েই থাকবে। এবং আমাকে, আপনাকে ঘৃণা করবে।
১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৩
প্রজ্জলিত মেশকাত বলেছেন: I'm done boss..
১২| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২
অনল চৌধুরী বলেছেন: আমি আপনাকে সুস্পষ্ট রেফারেন্স দিলেও আপনি মোটিভেটেড হবেননা[/sb অনুমানের ভিত্তিতে কোনো কিছু না বলাই বুদ্ধিমানের পরিচয়। আমিও যুক্তি,তথ্য প্রমাণ দিয়ে যেকোনো ব্যাক্তি বা ঘটনাকে বিচাার করি।। অন্ধ আবেগ দিয়ে না।
ষ্ট্যালিন কবে কখন ১ কোটি রাশিয়ার মারলো সেই প্রমাণ এখনো দিতে পারেননি।এসব অপপ্রচার চালিয়েছিলো এ্যামেরিকার-বৃটেন-ফ্রান্সের পুজিবাদী দেশদখলকারী শাসকরা মানুষের মনে সমাজতন্ত্র সম্পর্কে ভীতি সৃষ্টির জন্য।
বাংলাদেশকে দুর্নীতিবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী সহ সব অপরাধ মুক্ত করার জন্য যদি দেশের ১০-১৫ লাখ অপরাধীকে হত্যা করা হয়,তাহলে কি সেটা অপরাধ হবে?
ষ্ট্যালিনও দেশের কোটি কোটি মানুষকে রক্ষা করা জন্য জন্য প্রকাশ্য বিচারের মাধ্যমে অনেককে শাস্তি দিয়েছিলেন।অনেককে সাইবেরিয়ায় শ্রমশিবিরে পাঠিয়েছিলেন ।
তবে তিনি হিটলারের সাথে অন্যায় চুক্তি করে লিথুনিয়া,লাটভিয়া ও এস্তোতোনিয়ার স্বাধীনতা হরণ করেছিলেন। অকারণে স্বাধীনতাপ্রিয় ক্ষুদ্র দেশ ফিনল্যান্ড আক্রমণ করেছিলেন।এসব অবশ্যই অন্যায় ছিলো। কিন্ত তিনি মবুতু,মার্কোস,সুহার্তো আর এরশাদের মতো চুরি দুর্নীতি বিদেশে টাকা পাচার করেননি। সাবেক সোভিয়েত ইউনিয়নকে মাত্র ৩০ বছরেরর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক,অর্থনৈতিক ও বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত দেশে পরিণত করেছেন, যারা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানী আর এ্যামেরিকানদের বিরুদ্ধে লড়াইয়ে সর্বাত্মকভাবে সাহায্য করেছিলো।
সর্বোপরি হিটলার অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে ১৯৪১ সালে সর্বাধুনিক অস্ত্র আর সাড়ে তিন লাখ সৈন্য নিয়ে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর তার নেতৃত্বে সোভিয়েত জনগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধযুদ্ধ গড়ে না তুললে হিটলারের বর্বর নাৎসী বাহিনী সারা পৃথিবী দখল করে মানুষেদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করতো।
সুতরাং সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিতে হবে।
১৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৭
প্রজ্জলিত মেশকাত বলেছেন: আমি নিজের দেশের মানুষদের হত্যা করার কথা বলছি চৌধুরী স্যার। যাকে সন্দেহ হয়েছে বিরুধী পক্ষ বলে তাকেই হত্যা করেছে। আমি এতো রেফারেন্স টানতে পারবোনা। অপপ্রচার হতে পারে। কিন্তু সেটা কোটি না হোক ২০-২৫ লাখ হলেই কম কিসের, স্যার? সে শেষ জীবনে সবসময় গুপ্তহত্যার ভয়ে ভুগতো।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:০১
কবিতা পড়ার প্রহর বলেছেন: এই ছবি দেখে রাত দুপুরে সত্যিই চমকায় গেছিলাম।
এই মর্মান্তিন ঘটনার সঠিক বিচার হলেও যে যাবার সে আর কখনও ফিরবেনা। যাদের ক্ষতি হলো সে ক্ষতি পূরণ হবে না। এমন সব অন্যায়কারীদের বিবেক কবে জাগ্রত হবে কে জানে?