![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের ৩২ নাম্বার আর্টিকেলের ১ উপ-ধারায় লাইসেন্সের পাওয়ার যোগ্যতা বর্ণিত আছে। আসিফ একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি। আর ২ নাম্বার উপধারায় বর্ণিত আছে যে প্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের জন্যে বয়সের বাধ্য-বাধকতা নেই। লোকজন আইন না জেনেই যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এত উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও আইন না জেনে বলে যাচ্ছে। আসলে পৃথিবীতে ইতর প্রাণীর সংখ্যা বেশি, তাদের অধিকারও বেশি, গলাও বেশি। সংসদের স্পিকার থেকে আমি মেশকাত মাহমুদ পর্যন্ত প্রাধিকার কোটায় লাইসেন্স পাওয়ার যোগ্যতা রাখি। আর আসিফ একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি। এখানে বয়সের কোন বাধ্যবাধকতা নেই। এছাড়া আরেকটি আর্টেকেলে বলা আছে যে, "সরকারের অনুমোদনে যেকোন বিশেষ ব্যক্তি।" অস্ত্র আইনটা আমার আগেই পড়া ছিল। তাই আজকে এই পোস্ট প্রসব করলাম। মানুষ কতটা জ্ঞানহীন সেটা আসিফের লাইসেন্স নিয়ে হাউকাউ দেখেই বুঝা যায়।
০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:১৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত
২| ০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ডাকাতরা বলছে এইবার চোর ধরেছি স্যার!
০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:২৪
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সুন্দর মন্তব্য।
৩| ০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: মন্ত্রী পদমর্যাদার একজনের জন্য আগ্নেয়াস্ত্র কেনা বা রাখা নতুন কিংবা অযৌক্তিক কোন বিষয় নয় যদিও "টাকা কোথায় পেল" বলেও অনেকে দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। কথা শুনলে মনে হয় ও বেকার, পেট চলে না টাইপ কেউ একজন। তবে রাউন্ড ব্যাগে নিয়ে ঘোরা কিংবা না সরানোর বিষয়টি অথবা ভুলে যাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। তার আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ধন্যবাদ।
৪| ০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১:২৩
প্রজ্জলিত মেশকাত বলেছেন: আমি শুধু লাইসেন্স নিয়ে কথা বলেছি। ধন্যবাদ।
৫| ০২ রা জুলাই, ২০২৫ দুপুর ২:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার কি ধারনা একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির প্রটোকল সর্ম্পকে মানুষ জানে না ? অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির ও অস্ত্র বহন, ধারণ ও প্রদর্শন এর ব্যাপারে নিয়ম কানুন রয়েছে । কাকের গলায় মুক্তার হার মানায় না তেমনি অযোগ্য ব্যক্তিরা প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মাথা ঠিক থাকে না । বিমান বন্দরের নিয়ম অনুযায়ী আসিফ অপরাধ করেছে । তাকে এরেস্ট করলে , সেটা অন্যায় হতো না । বিমানে ভ্রমনে কিছু নিয়ম আছে এটাও জানার বিষয় । যারা লিখছে তারা এ বিষয়টা নিয়েই লিখবে এবং লেখা উচিত ...........
৬| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:১৫
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: আমি এতকিছু জানিনা। কিন্তু এটা বুঝি যে, আসিফের পর্যায়ের ভুলে যাওয়া (!) আমার মত সাধারণ নাগরিকের মাধ্যমে হলে চৌদ্দ শিকের মাঝে থাকতে হতো এতদিনে। কিন্তু দেশে বিশেষ ব্যক্তিদের ভুল করার যে স্বাধীনতা আছে, সেটা নিয়েই আমার আপত্তি। আসিফ কী এটা এনশিওর করতে পারবে যে, অন্য কারো ক্ষেত্রে ভুলে যাওয়ার অধিকার থাকবে? বৈষম্যহীনতার বুলি ফুটিয়ে স্পেশাল প্রিভিলেজ নেয়াটাই জাতিকে এখন বিভ্রান্ত ও বিরক্ত করে রেখেছে।
আইনের আরও বিষয় আছে, সেগুলো নিয়ে নাই বললাম।
৭| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৮
ঢাবিয়ান বলেছেন: শুধু একটা অনলাইন নিউজ পোর্টালে দেখেছি যে , আইন জানার পর দুঃখ প্রকাশ করে সংবাদ সরিয়ে নেয়ের জন্য। কিন্তু লিডিং মিডিয়া বিশেষ করে প্রথম আলোতো আসিফকে জঙ্গী সন্ত্রাসী বানানোয় আয়োজনে উঠে পড়ে লেগেছে।
@ সাখাওয়াত হোসেন বাবন , আসিফকে গ্রেফতার করা হত যদি জিনিষটা অস্ত্র হত।
কিন্তু কেন আসিফদের অস্ত্র কিনতে হয়? কেন বিপ্লবীদের সারাক্ষন মৃত্যভয়কে তাড়া করে ফিরতে হয়? আসিফ তার ফেসবুক স্ট্যটাসে লিখেছে যে, সেলফ ডিফেন্সের জন্য জন্য সে অস্ত্র কিনেছে। আইন ও বিচারবীহিন এই দেশে বিপ্লবীদের মৃত্যূভয় তাড়া করে ফিরতে হয় আর খুনীরা খুলে আম নির্ভয়ে ঘুরে বেড়ায়!
৮| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৫
নাহল তরকারি বলেছেন: আপনার ব্লগ পড়েছি।
৯| ০২ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২০
আমি নই বলেছেন: দেশটাই আজব, মানুষগুলোও আজব।
জুলকারনাইন সায়েররা প্রথমে ৩ নাম্বার আর্টিকেল দেখায়া লাফাইলো, যখন অনেকেই ৩২ আর্টিকেল প্রকাশ্যে আনল তখন আবার টাকা কই পাইল সেইটা নিয়ে প্রশ্ন, যেন একটা পিস্তলের দাম মিলিয়ন ডলার।
১০| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১১:১২
ক্রেটোস বলেছেন: আইন অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্রধারী ব্যক্তিকে বিদেশে যাবার পূর্বে জমাখানাতে অস্ত্র জমা দিয়ে যেতে হয়। আসিফ কী জমাখানাতে জমা দিয়েছিল অস্ত্রটা? দিলে তো দুটো ম্যাগজিনের একটি ব্যাগে পড়ে থাকতো না, কারণ এমন একটি সেন্সিটিভ বস্তুকে তো খু সতর্কতার সাথে রেকর্ড রেখে ও দেখে জমা নেয়া হয়। তাই তিনি জমাখানাতে যদি জমা দিতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না!
@ঢাবিয়ান, উনি তো প্রটোকল অনুযায়ী নিরাপত্তা পান, তাহলে আর অস্ত্রের কী প্রয়োজন ওনার?
১১| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ১২:৩২
কামাল১৮ বলেছেন: অনেকে প্রশ্ন করেছে,তিনি কি অস্ত্র চালাতে জানেন। তিনি অস্ত্র চালনায় বিশেষ ভাবে পারদর্শী তার প্রমান তিনি দিয়েছেন টার্গেট কিলিং করে।ঘোষনা দিয়েছেন আন্দোলন ব্যর্থ হলে সশস্ত্র যুদ্ধ শুরু করবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:১৫
বাকপ্রবাস বলেছেন: ওর কাজটা শিশুসুলভ হয়েছে, আর সবাই ঢোল বাজাচ্ছে