নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে খুঁজে পাবার আশায়..............।

হায়দার সুমন

জেগে আছি, জেগে থাকি স্বপ্নকে বেঁচে রাখার মহতী আশায়

হায়দার সুমন › বিস্তারিত পোস্টঃ

এখনও কাঁদি- সময় হলে জ্বলে উঠি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০











আমাদের আবদ্ধ করতে পারেনা

মায়ের কোন স্নেহের পরশ,

আমরা এখনও কাঁদি

সময় হলে জ্বলে উঠি- বুকে দৃপ্ত সাহস।



তাজরীনের আগুনে ঝলসে গেলে

আমার ভাই বোনের কর্মক্লান্ত শরীর,

প্রতিবাদে জেগে ওঠে বিবেক

আমরা হই সাহসী- স্থীর।



হায়েনাদের নৃশংসতায় স্তব্দ

বিশ্বজিতের বাঁচার আকুতি,

প্রতিটা আঘাত ফিরে এসে

এক করে পুরো জাতি।



হিংস্র পশুর তীক্ষ্ণ আঁচড়ে

হয় যখন টাঙ্গাইলের বোন নগ্ন,

তখন কি করে বসে থাকি

কিংবা ডিজিটাল স্বপ্নে মগ্ন?



সূর্যাস্তের পড়ন্ত বেলায়

অপেক্ষা করে কালো অন্ধকার,

সাহসে বেঁচে থাকি, আশায় থাকি

সূর্যোদয় হবে আবার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সূর্যাস্তের পড়ন্ত বেলায়
অপেক্ষা করে কালো অন্ধকার,
সাহসে বেঁচে থাকি, আশায় থাকি
সূর্যোদয় হবে আবার।

চমৎকার !

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

হায়দার সুমন বলেছেন: Thanks...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.