নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে খুঁজে পাবার আশায়..............।

হায়দার সুমন

জেগে আছি, জেগে থাকি স্বপ্নকে বেঁচে রাখার মহতী আশায়

হায়দার সুমন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা কর আমায়...

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮













লাশের মিছিলে যেন আমিই জীবন্ত লাশ,

যার কিছু করার ক্ষমতা নেই,

শুধু চেয়ে দেখবে লাশের সারি,

টিভির পর্দায় উপভোগ করবে লাইভ বিনোদন......





ক্ষমা কর আমায় প্রিয় মুখগুলি-

যারা বিদায় নিলে আজ,

পিশাচদের খুনের নেশায়......

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

রাজনীতির ভাষা বলেছেন: অপার সম্ভাবনাময় শিল্প ও রমজান আলী (ছোটগল্প)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

হায়দার সুমন বলেছেন: “হে হে হে। এইবার পাওডা পুইরা গেল। দারুন ভাবে পুড়ছে, বুজলা। গার্মেছে আগুনের উৎসব হইল আইজ। তুমি তো মিয়া টিভি দেখবার সুময় পাও না। সব টিভিতে দেখাইছে। পাবলিক খুব মজা পাইছে।”


অপার সম্ভাবনাময় শিল্প ও রমজান আলী (ছোটগল্প)
পোস্ট স্টিকি চাই। স্টিকি চাই।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

shfikul বলেছেন: ঢাকা থেকে অনেক দূরে আছি।নয়তো এক ব্যাগ রক্ত দিয়ে হলেও কোনো নাম না জানা মানুষকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করতাম।আফসোস,কিচ্ছু করতে পারলাম না।শুধু টিভির পর্দার দিকে হা করে চেয়ে থাকলাম।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

হায়দার সুমন বলেছেন: ক্ষমা কর আমায় প্রিয় মুখগুলি-
যারা বিদায় নিলে আজ,
পিশাচদের খুনের নেশায়......

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্ষমা কর আমায় প্রিয় মুখগুলি- :(( :(( :((

০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

হায়দার সুমন বলেছেন: লিটন ভাই, ক্ষমা কি আমরা পাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.