নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে খুঁজে পাবার আশায়..............।

হায়দার সুমন

জেগে আছি, জেগে থাকি স্বপ্নকে বেঁচে রাখার মহতী আশায়

হায়দার সুমন › বিস্তারিত পোস্টঃ

ঐশী বিলাপ শেষ হোক

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২০







মাদক আর অসুস্থ্য প্রাশ্চাত্য সংস্কৃতি যখন খুন করে তার জন্মদাতা আর জন্মদাত্রীকে ঠিক সেই মুহূর্তে আবিস্কার করলাম, আমি আর আমাতে নেই। আমার শরীর থেকে বের হচ্ছে পচা গন্ধ। খসে পড়ছে পচা মাংস-অস্থি। অনুভূতিহীন এক জীবন্ত লাশ হয়ে শুধু চেয়ে দেখি, আরো কত নিচে নামলে আমরা আধুনিক হব?



দোষ কারো নয়। সমস্ত দায় কাঁধে নিয়ে বলতে চাই, অতিসত্বর ঐশী বিলাপ শেষ হোক। অনুভূতিহীন পচা লাশ নয়, প্রানের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকুক সবাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একজন শিশুকে যখন নিরেট স্নেহ ভালবাসা, স্নেহ, মমতার বন্ধনে আবদ্ধ করার পরিবর্তে তাকে স্ট্যাটাস শিখানো হয়,,,,,,,অবহেলা করা হয়, কথায় কথায় ভুল ধরা হয়, তাকে সময় দেয়া হয় না, অন্যের সাথে তুলনা করা হয়, প্রশংসা করার পরিবর্তে কথায় কথায় খেঁাচানো হয়,,,,,,,,,,,জোর করে চাপিয়ে দেওয়া হয়,,,,,,,,,ভাল মন্দ শেখানো হয় না,,,,,,যা চায় তাই দিয়ে দেয়,,,,,,,,,,হাতে তুলে দেয়া হয় টাকা আর টাকা,,,,,,,,,,,,,,,,,,সেই শিশুতো একটু ভিন্ন আচরণ করবেই করবে,,,,,,,,। কোন কোন ক্ষেত্রে উক্ত শিশু বাড়িটাকে দোজখ খানা ভাবে,,,,,,,,,,,,,নিজকে গুটিয়ে নেয়,,,,,,,,,ভাবে বাইরেই ভাল,,,,,,,,নিজের মত করে শান্তি খোজ করে,,,,,,,,আর একসময় অসৎ বন্ধু বা লোকের পাল্লায় পড়ে যায়,,,,,,,,,,এক সময় পরিবার, আত্নীয় হতে বিচ্ছিন্ন হয়ে যায়,,,,,,,,,,,এর জন্য মোটেই উক্ত শিশু দ্বায়ী নয়,,,,,,,,দায়ি প্রথমত তার পরিবার,,,,,,,,,বাবা মা ভাই বোন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,। এটাই সত্য,,,,,,,,,,,,,,,,কোটি কোটি ঐশি এভাবেই হারিয়ে যাচ্ছে,,,,,,,,,,,,,,,,,,,,,,। একটু আদর ,,,,আসল আদর, ,,,,,,,,,আসল স্নেহ,,,,,,,,,,,একটু বন্ধুন কি আমরা দিতে পারি না

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

হায়দার সুমন বলেছেন: "নেশার টাকা না পেয়ে ছেলের হাতে পিতা খুন কিংবা মা খুন" এরকম শিরোনাম প্রায় দিন পত্রিকার পাতায় দেখতে হয়। তবে এক কোনে সিঙ্গল কলামে।

আজ ঐশীর দোষ খুঁজি আমরা............

এই অবক্ষয় শুরু হয়েছে অনেক আগেই......... এখন যেভাবে ঐশীকে শিরোনাম করছি আমরা কিংবা ব্লগে ঝড় তুলছি সেটা যদি শুরুতেই তুলতাম......... তাহলে আমার বোন ঐশী হারিয়ে যেত এভাবে? শধুরানোর সময় এখন আছে, আর কোন ঐশী জন্মানোর আগে......

২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২০

জেনারেশন সুপারস্টার বলেছেন: আধুনিকতা শব্দটার নেগেটিভ অর্থ যেন একচেটিয়াভাবে প্রতিষ্ঠা লাভ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে।

সমাজে পরিবর্তন আনতে হবে অনেক।

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

হায়দার সুমন বলেছেন: ঢালাও ভাবে আমিও আধুনিকতাকে দোষ দিই না।

ধিক! সেই তথাকথিত আধুনিকতাকে। যে আধুনিকতা আমার স্বকীয়তাকে বিসর্জন দিতে বলে।

আধুনিক হব- তবে আমার নিজস্বতাকে সাথে নিয়ে...

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

হায়দার সুমন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: এনালগ ই ভালো, আমি এনালগ থাকতে চাই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.