নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহ

চুপ, কোন কথা না !

নো

নো › বিস্তারিত পোস্টঃ

কতিপয় কঠিন প্রশ্নের সহজ উত্তর

২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২৮

পাঠক সমীপে,



যথা বিহীত কৌতুকপূর্ন নিবেদন এই যে, এখানে কিছু কঠিন প্রশ্নের সহজ উত্তর দেয়া হলো।



কেউ যদি প্রশ্নগুলোর আরো সহজ উত্তর খুঁজে পান সেগুলোও গ্রহনযোগ্য হবে।



কারো কমন পড়ে গেলে আশা করি মেজাজ খারাপ করবেন না।





প্রশ্নঃ একজন মানুষ না ঘুমিয়ে একটানা ১৫ দিন কিভাবে কাটাতে পারে?

উত্তরঃ রাতে ঘুমিয়ে।



প্রশ্নঃ পৃথিবীর সব দেশের পতাকা আয়তাকার, শুধু নেপালের পতাকা ছাড়া। কেন?

উত্তরঃ কারন নেপাল দেশটাই আয়তাকার।



প্রশ্নঃ Who is a terrorist?

উত্তরঃ A person who has a bomb but does not have an airforce.



প্রশ্নঃ সর্বপ্রথম কোন ভারতীয় নারী আকাশ পথে বিদেশ ভ্রমন করেন?

উত্তরঃ সীতা, রাবনের সাথে।



প্রশ্নঃ কোনটি আগে-মুরগী নাকি ডিম?

উত্তরঃ মুরগী।



প্রশ্নঃ কোনটি আগে- ডিম নাকি মুরগী?

উত্তরঃ ডিম।



প্রশ্নঃ মানবদেহের পরিপাক প্রক্রিয়া কোনটি?

উত্তরঃ যে জৈবিক প্রক্রিয়াটি ডান হাত দিয়ে শুরু হয় আর বাম হাত দিয়ে শেষ হয়।



প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরে কয় বালতি পানি আছে?

উত্তরঃ প্রশান্ত মহাসাগরের সমান সাইজের কোন বালতির এক বালতি।



প্রশ্নঃ টাকা গাছে ধরে- এর স্বপক্ষে প্রমান কি?

উত্তরঃ আমরা ব্যাংকের ‘শাখা’ থেকে টাকা নিয়ে আসি।



প্রশ্নঃ মানুষ কেন আলোর বেগে গাড়ি চালাতে পারে না?

উত্তরঃ কারন তাহলে হেড লাইটের আলোতে রাস্তা দেখা যাবে না।



প্রশ্নঃ কোন একটি ঘটনা বর্ননা করতে পরিসংখ্যান এর ভূমিকা কি?

উত্তরঃ বিকিনি’র মতো। যা প্রকাশ করে তা আকর্ষনীয়, কিন্তু যা ঢেকে রাখে সেটাই গুরুত্বপুর্ন।



প্রশ্নঃ ‘অপ’ উপসর্গ দিয়ে বাংলা ভাষায় যত শব্দ হয় সবগুলোই খারাপ অর্থবোধক, শুধু একটি ছাড়া। সেটি কোনটি?

উত্তরঃ অপরুপ (লিঙ্গান্তরে অপরুপা)।



যেখান থেকে এই পোস্টের আগমন

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

নিওফাইটের রাজ্যে বলেছেন: মজা পাইলাম :) :)

+ + +

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৫

নো বলেছেন: :)

২| ২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

নতুন বলেছেন: জীবনটা সহজ ভাবে নিলে কতইনা সহজ... :)


প্রশ্নঃ কোন একটি ঘটনা বর্ননা করতে পরিসংখ্যান এর ভূমিকা কি?
উত্তরঃ বিকিনি’র মতো। যা প্রকাশ করে তা আকর্ষনীয়, কিন্তু যা ঢেকে রাখে সেটাই গুরুত্বপুর্ন। =p~ =p~ =p~

জটিল উত্তর...

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৮

নো বলেছেন: :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫১

tanbir10 বলেছেন: :d :d

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৯

নো বলেছেন: :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

মাক্স বলেছেন: :P:P:P:P:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.