![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদার্নীং গত কয়েক বছর যাবত ছেলেমেয়েদের মাঝে প্রেম হয়,ভালবাসা হয়,আবার কখনও বা বন্ধনেও আবদ্ধ হয় ,একজন আরেকজনকে না দেখে,না চিনে,
না জেনে।আবার প্রতারিতও হয় খুব সহজে। খুব সহজেই।যে ছেলে বা যে মেয়ে না জেনে না চিনে একটা ছেলে বা একটা মেয়ের
সাথে ফোনে অনবরত কথা বলে যায়।কথা বলে যায় কথার পিঠে।কথা বলে যায় কথার টানে।একসময় তারা ফোনের ওপাশের মানুষটার কথার টানে পরে যায়। কথার মায়ায় পরে যায়।স্রেফ কথার মায়া।স্রেফ
কথার টান।অন্যকিছু নয়।সেই কথার টানে,কথার ছলে তারা হারায় নিজেকে।
হারায় তাদের নিজস্বতাকে,সেইসাথে ব্যাক্তিত্বকেও।ভুলতে শুরু করে চারপাশকে।
ভুলে যায় আপনজনকে আবার অনেকেই
ভুলতে শুরু করে পরিবার-পরিজনকেও।
ক্ষনিকের কথার টানে সব ভুলতে বসে।ভুলে যায়।তারপর দেখা করা।ভুল-বাল কথা বলা।
কথার ভুলে ফেলে ভুলিয়ে লিটনের
ফ্লাটে চলে যাওয়া।তারপর। তারপর
আর কি? মোবাইলে ভিডিও ধারণ।কাহিনী শেষ।এর পরব র্তী ঘটনা আমাদের সবারই
জানা।মাঝে-মাঝেই চোখে পরে ফেইচবুক
টাইমলাইন এ কিংবা গণমাধ্যমের
হেডলাইনে-“প্রেমেরফাদে ফেলে ধর্ষণ। "/
“প্রেমে প্রতারিত হয়ে আত্নহত্যা।"
মাঝে-মাঝে নয় এমন নিউজ প্রতিনিয়তই চোখে পরে।প্রতিনিয়তই ঘটে এই ঘটনাগুলো।প্রতিনিয়তই।এই ভুলগুলোর
জন্যে আসলে দায়ী কে?
এখন আমি যদি বলি মেয়েরাই দায়ী।
তাহলে হয়তো অনেক মেয়েই বলবেন
আমি ছেলে বলে ছেলেদের পক্ষ
নিয়ে কথা বলতেছি। আর ছেলেরা বাহবা দিবেন আপনি ঠিকই বলেছ।এই ভুলের
জন্যে মেয়েরাই দায়ী।কিন্তু আমার মনে হয় ভুলটা আমাদের অন্য জায়গায়। ভুলটা আমাদের গোড়ায়।ভুলটা আমাদের শিক্ষায়,পারিবারিক শিক্ষায়। পারিবারিক শিক্ষায় মানুষ স্বশিক্ষিত হয়।আবার
পরিবারিক শিক্ষার অভাবে মানুষ
অন্ধ হয়।অভাব আছে আমাদের
সামাজিক শিক্ষারও।অভাব আছে সামাজিক মূল্যবোধের।সেই অভাবে হচ্ছে সামাজিক অবক্ষয়।আর সবচেয়ে বড় ভুল বা বড় অভাব হল ইসলামিক শিক্ষার।আমরা ইসলামিক শিক্ষা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি।দূরে চলে যাচ্ছি ইসলামিক জীবনধারা থেকে,ইসলামিক চিন্তা-চেতনা থেকে।দূরে সরে যাচ্ছি।অনেকদূরে। বহুদূরে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
অর্কিড নীহারিকা বলেছেন: হুম ,প্রথম সাক্ষর আপনি।মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন আপু।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
মায়াবী রূপকথা বলেছেন: প্রথম সাক্ষর আমার।
পোস্ট ভালো। অনেক কারনের জগাখিচুরী