নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সবকিছিই স্বপ্নিল হবে।আমার ফেবু আইডি নাসির উদ্দীন বাকী

অর্কিড নীহারিকা

Nasir Uddin Baki

অর্কিড নীহারিকা › বিস্তারিত পোস্টঃ

রুমডেট

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫২

ঈদের নাটক ‘রুমডেট' ।Room Date একটি
ইংরেজি শব্দ হলেও ডিকশনারিতে এর
কোন অর্থ নেই।রুমডেট আমাদের যুব
সমাজে একটি অতি পরিচিত ও প্রচলিত
শব্দ।নাটকটা সত্যিই অসাধারণ হইছে ।
তৌসিফ মাহবুবের অভিনয় যদিও আমার
বেশি ভাল লাগত না।এয়ারটেল
প্রযোজিত তার প্রথম নাটকটিতে অবশ্য
খুব ভাল করেছিলেন। আরো দুয়েকটা
নাটকে ভাল করেছেন।বাট আমার
কাছে কেন যেন বেশি একটা ভাল
লাগত না।কিন্তু এই নাটকে
তিনি এক কথায় অসাম।
আর শবনম ফারিয়া।
আই জাস্ট এগেইন ক্রাশড।শেষের সীনে
তার কান্নার অভিনয়টা দীর্ঘদিন মনে
থাকবে।এবং কাঁদতে কাঁদতে নাক মুখ
গাল লাল করে ফেলা ও চোখের
পানি, নাকের পানি সব এক করে
ফেলা।সত্যিই অসাধারণ।
আর সিয়াম আহমেদ তার জায়গায় একদম
ফাটিয়ে দিয়েছেন।হি প্লে হিস
কেরেক্টার
পারফেক্টলি। পরিচালক অভিনেতা
অভিনেত্রী সকল কলাকৌশলীরা যে
নাটকটা সামাজিক দায়বদ্ধতা থেকে
করেছেন সেটা যেমন তাদের নাটকে
স্পষ্ট ঠিক তেমন নাটক শেষে তাদের
ইন্টার্ভিউতেও সুস্পষ্ট।কিশোরী যুবতী
তরুনী, সকল ,হ্যা সকল মেয়েদের নাটকটা
দেখা উচিৎ। নাটকটি দেখে সচেতন
হওয়া উচিৎ। আই এগেইন সে বি
কেয়ারফুল এবাউট ইউর বয়ফ্রেন্ড'স
এটিচিউড।মোর কেয়ারফুল এবাউট হিস
বিহেইভ। ছেলেদেরও বুঝা উচিৎ
শারীরিক সম্পর্ক কখন ভালবাসা বা
ভালবাসার সমতুল্য হতে পারে না।
রেসপেক্ট দ্যা গার্ল। রেসপেক্ট ইউর
গার্লফ্রেন্ড। রেসপেক্ট ইউর রিলেশন।
নাটকটিতে চাইল্ড এবিউজ সম্পর্কেও
বলা হয়েছে।চাইল্ড এবিউজ এর ইফেক্ট
কেমন হতে তাও দেখানো হয়েছে সুন্দর
ও সাবলীলভাবে।এরকমটা প্রতিনিয়ত
হচ্ছে।রেইজ ইউর ভয়েচ এন্ড সে স্টপ ইট।
এরকম ছোট বড় অনেক
মেসেজ আছে।
যদিও নাটকের শুরুর দিকের সংলাপগুলো
একটু বেশিই এডাল্ট।ছেলেমেয়েরা
শুনে এবং দেখে মজা পাবে।
একেবারে পাক্কা বিনোদন। পরিচালক
মহোদয় অবশ্য বলেও দিয়েছেন ইট'স এ
18+ড্রামা।
অভার অল ইট'স এ বিউটিফুল ড্রামা।এন্ড
এপ্রিশিয়েট ইট।
আরো একটি মজার বিষয় হচ্ছে
নাটকটিতে অভিনেতা অভিনেত্রী
মাত্র পাঁচ ছয় জন। এই কজনেই নাটক শেষ
করলেও কোন বিনোদনের কমতি নেই।আই
অলসো সে ইট'স এ কমার্শিয়াল ওয়ার্ক।
আর এসব কিছুর কম্বিনেশন খুব যত্ন
সহকারেই করেছেন পরিচালক ইমরাউল
রাফাত।সো ওয়াচ দ্যা ড্রামা রুমডেট ।
এনজয় ইট এন্ড লার্ন সামথিং।
পরিবর্তনটা একদিনে হবে না।কিংবা
একটা দুইটা নাটকে হবে না।তাই বলে
থেমে থাকলে হবে না।রেইজ ইউর
ভয়েচ ফ্রম ইউর অউন পজিশন।
“আমরা যদি না জাগি মা কেমনে
সকাল হবে।"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৮

রাতুলবিডি৫ বলেছেন: ছেলেদেরও বুঝা উচিৎ শারীরিক সম্পর্ক কখন ভালবাসা বা ভালবাসার সমতুল্য হতে পারে না।

২| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৫

মহান অতন্দ্র বলেছেন: দেখেছি। ভাল ছিল নাটকটা।

৩| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

প্রামানিক বলেছেন: দেখি নাই। দেখবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.