নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সবকিছিই স্বপ্নিল হবে।আমার ফেবু আইডি নাসির উদ্দীন বাকী

অর্কিড নীহারিকা

Nasir Uddin Baki

অর্কিড নীহারিকা › বিস্তারিত পোস্টঃ

আইএস জাপানী নাগরিক হত্যার কথা সগৌরবে স্বীকার করল!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

আমাদের নিউজফিডে যখন ঘুরে বেড়াচ্ছে অস্টেলিয়ার সিডনীতে আততায়ীদের হাতে
দুইজন খুন।তারাও তো নিজের দেশের লোকদের নিরাপত্তা দিতে পারে না।
যত বড় মুখ নয় তত বড় কথা!!
আমেরিকার এক স্কুলে দশজন খুন।এখন রাশিয়া ইংল্যান্ড অস্টেলিয়াসহ অন্যান্য দেশ তাদের আমেরিকায় বসবাসরত নাগরিকদের সাবধানে চলাচল করতে বলবে কি? ?
বৈশ্বিক রাজনীতিও কি
বৈশ্বিক ব্যবসা যেমন পুঁজিবাদীদের হাতে বন্দি ঠিক তেমন?
ঠিক এমন অবস্থায় রংপুরের পীরগঞ্জে জাপানী নাগরিককে গুলি করে হত্যা।
এবার আমরা আবার স্ট্যাটাসে দেশ উদ্ধার করব?
প্রথমে নির্দিষ্ট বিরতিতে ব্লগার হত্যা।:
দেশের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল প্রশাসন সবারই গাছাড়া ভাব। এ যেন কিছুই নয়।তদন্ত তো হচ্ছেই।ঐ তদন্তেই শুরু ।ওখানেই শেষ।
তারা জঙ্গি হোক আর নাই হোক।তারা যে সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে সেটা সুস্পষ্ট ।তারা দেশবাসীর নজরে আসতে চেষ্টা করল দেশবাসী তাদেরকে আমলে নিলেন না।
তারা এবার বিদেশবাসীর নজরে আসার চেষ্টায় আছে।এভাবে একটার পর একটা বিদেশি খুন হলে।বৈশ্বিক রাজনীতি ছেড়ে দেবে না।
কপালে খারাপি আছি।
আমার কি ?
আমি এসব লিখছি কেন?
আমিতো দিব্বি ভাল আছি।
আমি ভাল থাকিতে পারিলেই হইল!
আইএস কি এবারও সগৌরবে স্বীকার করবে খুনটা তারাই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৩

ইমরান আশফাক বলেছেন: উক্ত জাপানী নাগরিক তিন মাস আগে ইসলাম ধর্ম গ্রহন করেছিলো। সত্যিই আইএস কে বুঝা বড় দায়, এরা আসলে কি চা্য?

উক্ত জাপানী নাগরিক তিন মাস আগে ইসলাম ধর্ম গ্রহন করেছিলো। সত্যিই আইএস কে বুঝা বড় দায়, এরা আসলে কি চা্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.