![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে কাজ শেষে অফিসে আসার পথে দুই বুড়া-বুড়ি ধরল, বাবা কিছু খাওন দেন, চাওয়াটা এমনই ছিল, না করা একেবারেই অসম্ভব ছিল
যাইই হোক বললাম চলেন পাউরুটি-কলা কিনে দেই(আমি সব সময় টাকা না দিয়ে খাওয়া কিনে দেই) বলল পাউরুটি-কলা খাইতে পারিনা সমস্যা হয়
তাহলে কি খাবেন (বলেই ফেসে গেলাম)
যা বলল শুনে আক্কেলগুড়ুম, বলে কি ফকরুদ্দিনের বিরানি খামু বোরহানি সহ
ওনাদের চাওয়া, বলার ঢং, মুখের অভিব্যাক্তি এমনই যে একজন ভিক্ষুকও ভিক্ষা দিয়ে দিবে আর আমিতো কে
যাইই হোক ফকরুদ্দিন থেকে দুইটা কাচ্চি বিরানি ও এক বোতোল বোরহানি কিনে এনে ওনাদের হাতে দিয়ে নিজেকে ধন্য মনে করলাম
মনে মনে বললাম যাক সকাল সকাল একটা সওয়াবের কাম করলাম।
যাইই হোক লান্চের সময় সব কলিগরা বসে লান্চ করছি, এমন সময় এক কলিগ বলল আজকে এক মজার কাহিনি ঘটছে, অফিসের সামনে দেখি দুই বুড়া-বুড়ি খাওয়া চাইতেছে, অন্য কিছু খাবে না ফকরুদ্দিনের বিরানি খাবে তাও আবার বোরহানি সহ এবং ওনাদের চাওয়ার ধরন এমনই না করার কোন উপায় নাই তাই তাদেরকে বিরানি ও বোরহানি কিনে দিলাম।
পাশ থেকে এক কলিগ বলে উঠল বলেন কি আমিওতো নিচের দুই বুড়া-বুড়িকে বিরানি ও বোরহানি কিনে দিলাম
আমি চুপ থাকলাম, চিন্তা করলাম খাক না একদিন ওনারা পরিবারের সবাই মিলে বিরানি ও বোরহানি
আবার এও চিন্তা করলাম পরবর্তিতে আবারও এরকম যদি কেও খাইতে চায় যারা আসলেই ক্ষুধার্ত, আমি কি তাদের খাবার কিনে দিব, বা আমার কলিগরা খাবার কিনে দিতে আগ্রহ বোধ করবে?
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮
চারশবিশ বলেছেন: বুঝছি ভিমরি খাইছেন
২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫
উঠতি বুদ্ধিজীবী বলেছেন:
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
চারশবিশ বলেছেন: বুঝছি আপনিও ভিমরি খাইছেন
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪
রিমন রনবীর বলেছেন: চেক করে দেখেন উনাদের কাছে আইপ্যাডও ছিল
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
চারশবিশ বলেছেন: ভাই দয়াকরে একটা আইপ্যাড দিবেন
৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২
আমিনুর রহমান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: