নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টা পাল্টা

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

চারশবিশ

চোরের মন পুলিশ পুলিশ

চারশবিশ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনামাতে যে সমস্ত সিম্বলিক সট আমরা দেখতে পাই

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২

আসেন বাংলা সিনামার সিম্বলিক সট গুলির সাথে পরিচয় হয়ে নিই, এই সট গুলি দেখলেই আমরা বুঝতে পারব কি হয়েছে বা কি হতে যাচ্ছে;):P:D



> নায়িকার শাড়ি ছেচরাতে ছেচরাতে যাওয়া - নায়িকা এই মাত্র ধর্ষিত হয়েছে

> পায়ের সাথে সাথে পা ঘষা ঘষি করা - ভিলেন নায়িকাকে ধর্ষন করছে

> নায়িকার মাথা ঘোরা বা বমি করা - নায়িকা বৈধ বা অবৈধ ভাবে পেট বাধিয়েছে

> নায়িকা নিজে চুড়ি ভাংছে - স্বামি মারা গেছে

> ভিলেন নায়িকার চুড়ি ভাংছে - ভিলেন নায়িকাকে ধর্ষন করছে

> রিক্সা বা গাড়ির চাকা ঘোরা - রিক্সা বা গাড়ি এক্ষুনি একসিডেন্ট করল

> কচ কচ করে দড়জা খোলা এবং বিদ্যুত চমকানোর আলো এবং শব্দ হবে কিন্তু বৃষ্টি হবেনা - ভুতের বাড়ি

> ফ্যানের সাথে শাড়ি ঝুলতে থাকা - আত্মহত্যা করে মারা গেল;)

> মাটির কলশি ভেংগে যাওয়া - কোন খারাপ ঘটনা ঘটেছে

> সাপ পালিয়ে যাওয়া - কাউকে দংশন করেছে

> খাটিয়া দেখানো - কেউ মারা গেছে

> জংগল নরাচরা করা - নায়ক-নায়িকা ইয়ে করছে

> নায়ক দুপুর রোদে ফাইল নিয়ে ঘোরাঘুরি করছে - নায়ক চাকরি খুজছে

> বিভিন্ন অফিসে Vacancy খালি নাই:D দেখানো - নায়ক বেকার

> প্রচন্ড বৃষ্টিতে নায়ক-নায়িকা কোন ঘড়ে আশ্রয় নেয়া - নায়িকা কলংকিনি হয়েছে

> ঘড়িতে বার বার রাত ১২টা দেখানো - নায়ক-নায়িকার বাবা বিপদে পরেছে

> জনগনের মুষ্ঠিবদ্ধ হাত দেখানো - বিদ্রোহ

> নায়ক-নায়িকার হাত থেকে ঔষধের বোতল পরে ভেংগে যাওয়া - তাদের অসুস্থ বাবা অথবা মা মারা যাওয়া

> পুলিশ আসা - মারামারি শেষ হয়ে যাওয়া

> ভিলেন(বয়ষ্ক) নায়িকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে - উদ্দেশ্য খারাপ

> ভিলেন, নায়িকাকে প্রেমের প্রস্তাব দেওয়া - নায়ক বা নায়িকার ভাই দ্বারা মার খাওয়া

> নায়ক, নায়িকাকে প্রেমের প্রস্তাব দেওয়া - নায়িকার সম্মতি

> ছবি ঝাপসা হয়ে আসা মানে অতীতের ঘটনা দেখানো হবে।

> নায়ক নায়িকাকে জড়িয়ে ধরা মানে নাচা গানা হবে। কাটপিস থাকারও সম্ভাবনা আছে

> নায়ক বা নায়িকা মাথায় আঘাত পেলে স্মৃতিশক্তি লোপ পাবে এবং সিনামার শেষে আবার মাথায় আঘাত পেলে স্মৃতিশক্তি ফিরে আসবে

> পরিবারের সবাই মিলে যখন সারি হয়ে দাড়িয়ে হাসি হাসি মুখে ছবি তুলবে - বুঝবেন সিনামা শেষ

> বিদায় অথবা সমাপ্ত দেখানো - সিনামা শেষ





নায়ক-নায়িকাদের নিয়ে আরও কতগুলি ব্যাপার আছে যাদেরকে সিনামাতেই দেখলেই বুঝতে পারি সিনামাতে কি হবে



@ প্রথম দিকের সিনামায় ওয়াসিম নায়ক জসিম ভিলেন

@ শাবানা থাকলেই কান্নাকাটির একটা ব্যাপার আছে

@ রুবেল থাকলেই ফাইটিং সিনামা

@ আনোয়ার হোসেন থাকলে হার্টএটাক হবে

@ মোস্তফা সবসময় বড়লোক এবং ভিলেন

@ রওশন জামিল সবসময় কুটনি বুড়ি

@ জাম্বু সবসময় ভিলেন

@ চৌধুরী সবসময় বড়লোক এবং ভিলেন

@ ছবির শেষ পর্যায়ে নায়ক এবং ভিলেনের গুলি শেষ হয়ে যায় এবং খালি হাতে ফাইটিং হয়

@ নায়িকার পোষাক বা শরীর দেখে বিভ্রান্ত হওয়া যাবেনা, নায়িকা ফকিরনি না বড়লোক

@ নায়ক বা নায়িকাদের ছোটবেলায় একটি পারিবারিক গান থাকে, যদি তারা হারায়ে যায় তাহলে বড় হয়ে ঐ গান গেয়ে মিলিত হয়

@ নায়ক বা নায়িকার বাবা-মা যদি অসুস্থ থাকে তাহলে তারা সবসময় কাঁচের বোতলে করে ঔষধ আনবে এবং আনার সময় বোতল ভেংগে যাবে

@ নায়ক বালুর মধ্যে হাটলেও জুতার ঠক-ঠক শব্দ হবে

@ নায়িকা বনে, বাদারে, ঝোপ, ঝাড়ে, আকাশ, পাতালে যেখানেই থাক না কেন, কান্না কাটির ব্যাপারটা ঘটবে কিন্তু বাসার বিছানার গিয়ে

@ কেউ কোন দুঃসংবাদ শুনলে, শোনার পর দুই কানে হাত দিয়ে চিৎকার দিয়ে না............... বলবে

@ ভিলেন নায়িকাকে ধর্ষন করতে উদ্দত হলে নায়িকা বলে আমার শরীর পাবি কিন্তু মন পাবিনা

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ব্যাফুক গভেষণালব্ধ গিয়ানগর্ভ পোস্ট ! B-))
আপনে কি বাংলা সিনেমায় পিএইচডি ?? :-B :-B

পোস্ট ভাল্লাগসে !
+++++

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

চারশবিশ বলেছেন: হি হি হি
দেইখা দেইখা শিখা

২| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

রিমন রনবীর বলেছেন: ;) ;)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

চারশবিশ বলেছেন: এইটার মানে হইল
ভিলেন নায়িকাকে ত্যাক্ত করতাছে

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


গানের মাঝে দুটি ফুল একসাথে দেখালে কি বুঝবো ? :!>

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

চারশবিশ বলেছেন: বুঝবেন
নায়ক-নায়িকা বেশ মাখামাখি অবস্থায় আছে

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

বিডি আমিনুর বলেছেন: নায়িকা আচার খাচ্ছে দেখালে কি বুঝবো ? :P

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

চারশবিশ বলেছেন: খুব ভাল পর্যবেক্ষন,
বুঝবেন নায়িকা বৈধ বা অবৈধ ভাবে পেট বাধিয়েছে

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
গানের মাঝে দুটি ফুল একসাথে দেখালে কি বুঝবো ? =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

চারশবিশ বলেছেন: বুঝছেন তো

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

শহুরে আগন্তুক বলেছেন: You deserve P.hd :D

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

চারশবিশ বলেছেন: হা হা হা
PhD of Symbolic Shot

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

C/O D!pu... বলেছেন: রিকশার চাকার ঘূর্ণনের সাথে নায়কের বড় হবারও একটা সম্পর্ক আছে...

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

চারশবিশ বলেছেন: সেটাও হতে পারে
যদি নায়ক ছোট বেলায় রিক্সা চালায়
রিক্সার চাকা ঘুরতে ঘুরতে নায়ক বড় হয়ে যাবে

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ইমরান হক সজীব বলেছেন: প্রচন্ড বৃষ্টিতে নায়ক-নায়িকা কোন ঘড়ে আশ্রয় নেয়া - নায়িকা কলংকিনি হয়েছে
আর নায়ক?

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

চারশবিশ বলেছেন: নায়ক তো নায়ক
নায়কের কোন কিছু হয় না, কেউ তাকে কিছু করতে পারেনা

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

ড. জেকিল বলেছেন: ব্যাফুক ঘবেষনা ... ;)
তয় পোস্ট কিন্তু সেই হইছে

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

শাহেদ খান বলেছেন: নায়ক দুপুর রোদে ফাইল নিয়ে ঘোরাঘুরি করছে - নায়ক চাকরি খুজছে

ঘড়িতে বার বার রাত ১২টা দেখানো - নায়ক-নায়িকার বাবা বিপদে পরেছে

=p~

ভাল অবজারভেশন, মজা পেলাম।

পুলিশ আসা - মারামারি শেষ হয়ে যাওয়া --এটা আর সিম্বলিক নেই, ক্লাসিক হয়ে গেছে। 'আইন নিজের হাতে তুলে নেবেন না!' - এই ডায়লগসহ পুলিশদের একবার শ্যুটিং করেই সব সিনেমায় চালালেই পারতো ! :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

চারশবিশ বলেছেন: ভাল বলেছেন

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

দি সুফি বলেছেন: রিক্সা বা গাড়ির চাকা ঘোরা - রিক্সা বা গাড়ি এক্ষুনি একসিডেন্ট করল :D :D :D

ভালা হইছে B-)) B-))

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৪

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা , জটিল হইছে।
মজা পেলাম। ক্রিয়েটিভ পোষ্ট।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

চারশবিশ বলেছেন: মজা দিতে পেরে আমি ধন্য

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: মনে হলো খোয়াবনামা পড়ছি ! ;) ;) ;) ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

চারশবিশ বলেছেন: সিম্বলিক নামা

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০

চারশবিশ বলেছেন: আপনার হাসি দেখে ভাল লাগল

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৪

শাহরিয়ার পলক বলেছেন: ছোট বেলায় নায়ক দৌড়াচ্ছে - নায়ক বড় হয়ে যাবে।

পোস্টটি পারফেক্ট বিনোদন =p~

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

চারশবিশ বলেছেন: প্রথমে হাফ প্যান্ট পরা পা দেখাবে দৌড়াচ্ছে
তারপর ফুল প্যান্ট পরা পা দেখাবে দৌড়াচ্ছে

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৬

ইমানুয়েল নিমো বলেছেন: ক্রিয়েটিভ পোষ্ট।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

চারশবিশ বলেছেন: দোয়া করবেন

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চখাম পোস্ট~!!!!!!!!!!


=p~ =p~ =p~ =p~

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

চারশবিশ বলেছেন: চখাম ধন্যবাদ

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

হেডস্যার বলেছেন:
ব্যাপক গিয়ান পাইলাম। :D :D
ভালো হইছে+


আনোয়ার হোসেন থাকলে হার্টএটাক হবে =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

চারশবিশ বলেছেন: হেডস্যারকে গিয়ান দিতে পেরেছি, ইয়াহু

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

পেইচিং বলেছেন: * ছবি ঝাপসা হয়ে আসা মানে অতীতের ঘটনা দেখানো হবে।
* নায়ক নায়িকা জড়িয়ে ধরা মানে নাচা গানা হবে। কাটপিস থাকারও সম্ভাবনা আছে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

চারশবিশ বলেছেন: হি হি হি
আপডেট করে দিলাম

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

চারশবিশ বলেছেন: ও মোর সুবহানআল্লাহ কারে দেখতাছি

আপনাকে হাসাতে পেরেছি বলে আমিও খুশি

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: ভিলেন নায়িকার কান্দে মুখ নিয়ে একটু ঘষাঘষি করল........ব্যাস, ধর্ষণ কামডা সমাপ্ত... :P :P :P


ব্যাফুক বিনুদিত। :#>

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

চারশবিশ বলেছেন: হাঃ হাঃ হাঃ

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

বেকার সব ০০৭ বলেছেন: মা-ছেলেকে=>না রাজু না আমি মরে গেলে্ও তুই এ্ই দলিলে সই করবি না
নায়িকা-ভিলেন কে => তর মত লম্পটকে্ আমি কোনো দিন বিয়ে করব না, মরে গেলেও না


পোস্টে ব্যাপক মজা পাইলাম

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

অপ্রচলিত বলেছেন: আনোয়ার হোসেন থাকলে হার্টএটাক হবে
=p~ =p~ =p~ =p~

২৪| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:৫৪

চড়ুই বলেছেন: ছবির শেষে দিলদার থাকলে , "কি ব্যাপার চোখ বড় বড় কইরা তাকিয়া কি দেখতাছেন অহন অইল শুভ সমাপ্তি" ;)

২৫| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫১

মদন বলেছেন: আমার ভান্ডারে একটা লাইক কেনু?
কেনু?কেনু?কেনু? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.