![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরবানি ঈদে শখকরে গরু কিনে আনার পর একেক জনের নজর কিন্তু গরুর একেক দিকে থাকে
এবং গরুকে নিয়ে একেক জনের চিন্তা ভাবনাও কিন্তু একেক রকম হয়ে থাকে
দেখে নেই কার চিন্তা ভাবনা গরুর অংশে
এছাড়ও গরুকে নিয়ে আরও অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকে
১। বাচ্চার মা চিন্তা করে, কলিজাটা বাবুর জন্য রেখে দিব
২। গৃহিনী চিন্তা করে ভুড়িটা বুয়াকে দিয়ে ধুইয়ে নিব
৩। কর্তা চিন্তা করে ফ্রিজে রাখলে অনেক দিন বাজার করা লাগবেনা
৪। যারা গরু কাটে তারা চিন্তা করে পায়া চারটা কেউ না নিলে আমি নিমু
৫। বুয়া চিন্তা করে আমারে একটু বেশি ভাগ দিব
৬। মেয়ে চিন্তা করে ড়ানটা নিশ্চয় শশুর বাড়িতে দিবে
৭। মুরুব্বি চিন্তা করে গোশ্ত খাওয়া মানা কিন্তু ঈদেতো খাইতে দিব
৮। দারোয়ান চিন্তা করে গু-মুত তো আমারেই পরিষ্কার করা লাগব
৯। এতিম খানা চিন্তা করে চামড়ার টাকার ভাগদার তো আমরাই
১০। বড় গরু হলে আশেপাশের মানুষ চিন্তা করে এবার তাহলে ভালই আয় হইছে
যে যাই চিন্তা করুক আমাদের কুরবানির নিয়ত থাকবে একমাত্র আল্লাহ্ কে খুশি ও রাজি করার জন্য কুরবানি করা
সবার জন্য রইল ঈদ মোবারক
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
চারশবিশ বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
সোহেল আলম বলেছেন: ভাই, মগজের বিষয়ে কিছু বললেন না যে
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
চারশবিশ বলেছেন: ঐডা যাগো নাই তাগো নজর
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯
গান পাগলা বলেছেন: মগজ আমি নিমু...........
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
চারশবিশ বলেছেন: বুঝলাম আপনার খুবই দরকার
৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
ফরহাদ হোসেন বলেছেন: গরুতে মনে করে শালা নেতা অইয়া গেলাম নাকি !
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক