![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশার অত্যাচারে নিশ্চয় অতিষ্ট হয়ে আছেন, তাহলে মশা তাড়াবেন কি করে, কয়েল, এরোসোল বা এন্টি ইনসেক্ট লিকুইড গায়ে মেখে।
মশা তো যাবে কিন্তু এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকারক, চামড়া এবং ফুশফুশের বারোটা বাজিয়ে দিবে
তাহলে আর কি প্রাকৃতিক উপায়ে খুব সহজে মশার হাত থেকে রক্ষা পেতে নিচের কাজটি করুন
একটি কমলালেবু বা পাতিলেবু নিন, এবং এর চারিদিকে ছবির মত করে লবঙ্গ ঢুকিয়ে দিন ব্যাস কাজ শেষ।
এবার এটি ঘড়ের এক কোনায় রেখে দিন দেখবেন একটু পরে মশা গায়েব আর লবঙ্গ এবং লেবু এয়ার ফ্রেশনার হিসাবে কাজ করবে
আপনি গায়ের খোলা অংশে কমলালেবু বা পাতিলেবুর চামড়া ঘষে দিন দেখবেন মশা গায়ে বসবেনা
কারন কি : প্রাকৃতিক ভাবে কমলালেবু বা পাতিলেবু গন্ধ মশা বা ছোট পোকা-মাকড় সহ্য করতে পারেনা
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩
চারশবিশ বলেছেন: ভাল হইলেই ভাল
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: গুড পোস্ট । একটা কৌতুক
তোতা গাছে আতা পাখি
ডালিম গাছে মউ,
বিয়ার পর শালি দেইখা
ভাল্লাগেনা বউ
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
চারশবিশ বলেছেন: বিয়ার আগে শালি কই ছিল
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪
আহলান বলেছেন: এক লবঙ্গলেবু কয়দিন মশা তাড়াইবো?
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
চারশবিশ বলেছেন: ৫-৬ দিন থাকে, তরাপর লেবু পাল্টিয়ে লবঙ্গ আবার ব্যাবহার করা যায়
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মদন বলেছেন: টেস্ট করে দেখতে হবে
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
চারশবিশ বলেছেন: কি হইল জানাবেন
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন জিনিস।আগে পরখ করে নিবো।এত মশা হয়েছে বলার মত না। যন্ত্রনায় জান শেষ ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮
চারশবিশ বলেছেন: পরখ করে জানাবেন
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯
ফেরদাউস আল আমিন বলেছেন: চেষ্টা করব
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
চারশবিশ বলেছেন: ঠিক আছে
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
পথহারা নাবিক বলেছেন: নিজে টেস্ট করছেন নাকি আমগোরে দিয়া এক্সপেরিমেন্ট চালাইতেছেন!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
চারশবিশ বলেছেন: লেবু দিয়ে ট্রাই মারতেছি দুইদিন থেকে
তবে হাতে-পায়ে কমলালেবুর খোসা ঘষে ভাল ফল পাইছি
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
ঢাকাবাসী বলেছেন: নিজে টেষ্ট করেছেন? ভাল হলে তো ভালই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
চারশবিশ বলেছেন: কমলালেবুর চেয়ে পাতিলেবুর কার্যকারিতা বেশি পাচ্ছি
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯
সুমন কর বলেছেন: ট্রাই করতে হবে!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২
চারশবিশ বলেছেন: জানাবেন
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: রাজঃ ইউঃ হলে ছিল।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
চারশবিশ বলেছেন: এত্ দিন বুলেননি কেনে
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
একলা ফড়িং বলেছেন: আইডিয়া দারুন! কিন্তু ...!! বেশিক্ষণ রাখলে তো লেবু নষ্ট হইয়া এয়ার ফ্রেশনারের বদলে এয়ার দূষণারের কাজ করব তারমানে মশা তাড়াইতে হইলে প্রায় প্রতিদিনই নতুন কইরা করতে হইব
:'(
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
চারশবিশ বলেছেন: দুইদিনে লেবুর কিছু হয়নাই, মনে হয় ৫-৬ দিন থাকবে
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
এম মশিউর বলেছেন: দূরে কোথাও ভ্রমণে গেলে সাথে লেবু ও লবঙ্গ রাখতে হপে!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
চারশবিশ বলেছেন: কমলা কিনে নিবেন
ভিতরটা খাইয়া খোসা রাইখা দিবেন
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০
পাঠক১৯৭১ বলেছেন: ভালো টেকনোলোজী
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
চারশবিশ বলেছেন: ধন্যবাদ
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন তো!!! অবশ্যই এপ্লাই করতে হবে। মশার কামড় খাইতে খাইতে ঢোলা প্যান্ট এখন টাইট হইয়া গেসে!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
চারশবিশ বলেছেন: বুঝলাম না মশা আপনার নিচের দিকে কামড়াইল ক্যা
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২
মামুন হতভাগা বলেছেন: টেস্ট করতে হবে,কাজ না হইলে হাজার খানেক মশা আপ্নার ঘরে পাঠায় দিব কিন্তু
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
চারশবিশ বলেছেন: পাঠান লাগবনা, কাম না করলে এমনিতেই হাজির হইব
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
নক্ষত্রপথ বলেছেন: কি জিনিস দেখালেন মামা !!!
http://bdnewseveryday.com/
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
চারশবিশ বলেছেন: ভাল থাকেন ভাইগনা
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
মামুন রশিদ বলেছেন: আজকেই ট্রাই দিব..
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
চারশবিশ বলেছেন: অবস্যই
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
ভিটামিন সি বলেছেন: ভাইজান লবঙ্গের দাম কতো পড়বে???
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
চারশবিশ বলেছেন: তাইলে আপনি শুধু লেবুর খোসা গায়ে ডলবেন
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
মুদ্দাকির বলেছেন: ট্রাই করব, তবে উলটা পালটা হইলে খবর আছে কইলাম
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
চারশবিশ বলেছেন: আমার কামই তো উল্টা পাল্টা
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১
আলোর পরী বলেছেন: বাহ , এইবার দেখব মশা কোথায় যায় । আজ সন্ধ্যায় সব মশাদের নিমন্ত্রণ
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
চারশবিশ বলেছেন: মশা কোথায় যায় তা দেখার দরকার নাই আর নিয়ন্ত্রনেরও দরকার নাই, ঘড়ে না থাকলেই হল
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন।
কাজের পোস্ট।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
চারশবিশ বলেছেন: টের পাইছেন তাহলে
অনেক অনেক ধন্যবাদ
২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ক্রিয়েটিভ পোষ্ট , মশা জিনিসটা আসলেই বিরক্তিকর , কানের কাছে প্যান প্যান করে !
জন্মদিনের শুভেচ্ছা !
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
চারশবিশ বলেছেন: ধন্যবাদ
আরেকটা কথা, যে মশা কানের প্যান প্যান করে ওগুলো পুরুষ মশা আর পুরুষ মশা কামড়ায়না
২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
চারশবিশ বলেছেন: ধন্যবাদ
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
~*~নির্ঘুম~*~ বলেছেন: জাতি আপনাকেই খুজে দেখি কাজ হয় কিনা
@মোঃ আনারুল ইসলাম - কি কবিতা শুনাইলেন ভাই পুরাই স্পীকার হইয়া গেলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭
চারশবিশ বলেছেন: যতই বলেন আমি কিন্তু ভোটে দাড়াবনা
২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
অনিকেত রহমান বলেছেন: ক্রিয়েটিভ।
ভাই সাবধানে থাকবেন আমেরিকা খোঁজ পাইলে কিন্তু মুণ্ডু কেটে নিয়ে যেতে পারে।।
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
অপ্রচলিত বলেছেন: দারুণ পোস্ট ভাই। মশা মারতে কমলা দাগা
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
বোকামানুষ বলেছেন: দারুণ জিনিসতো
পরীক্ষা করে দেখতে হবে
২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: এত সুন্দর একটা উপায় জানানর জন্য ধন্যবাদ ।
২৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩
তুিহনরানা007 বলেছেন: ট্রাই করতে হবে?
৩০| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৩১
প্রিয় সবুজ বলেছেন: বেশ কারসাজি ত !!!!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
খেয়া ঘাট বলেছেন: দারুন জিনিসতো।
++++++++++